শিরোনাম :
Logo শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান Logo পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৬ বছরের শিশু জিদান Logo কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নোবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ। Logo ড. ইউনূসের নামে দুদকের মামলা বাতিল Logo কৃষিবিদদের বৈষম্য নিরসনে ৫ দফা দাবি প্রদান রাবি শিক্ষার্থীদের Logo বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি Logo শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা Logo জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের Logo জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের Logo ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা, জানা গেল কোন স্তরে কমছে কত

বড় পরিবর্তনের মুখে ইসলামী ব্যাংক !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৮:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) শেয়ার ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর আবার ইসলামী ব্যাংকে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ব্যাংকটির পর্ষদ অসহায় হয়ে পড়েছে- এমন অভিযোগ করে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। সব মিলিয়ে আবারো বড় পরিবর্তনের মুখে পড়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

এই অবস্থায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভা। এছাড়া আগামী ২৩ মে মঙ্গলবার ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে ব্যাংকটিতে নতুন করে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

তবে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের বৃহত্তর স্বার্থ বিবেচনা করা হবে। কারণ, এরই মধ্যে ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং জগতে একটি স্বতন্ত্র স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এই অবস্থান ধরে রাখা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে করেন দায়িত্বশীলরা।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ব্যাংকটির পরিচালনা পর্ষদে প্লাস-মাইনাসের ষড়যন্ত্র শুরু হয়েছে। ব্যাংকটি থেকে তাঁর সরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। এ ব্যাপারে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনোভাব তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছি।

এমন সিদ্ধান্তের কারণ সর্ম্পকে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার জন্য ব্যাংকটিতে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ব্যাংক পরিচালনার ক্ষেত্রেও আমার কিছু দায়িত্ব ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটিতে কিছু বিষয় মাথাচাড়া দিয়ে উঠেছে। যার কারণে দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে।

এ কারণে ব্যক্তিগতভাবে তিনি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এমনকি এই সিদ্ধান্তের কথা তিনি ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেনও। কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম ২০১৬ সালের ৬ মে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান। এরপর চলতি বছরের ৫ জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ করলে তিনি নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

সেদিন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনভর পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিতে বড় পরিবর্তন আসে। একই দিন নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সরকারের প্রাক্তন সচিব আরাস্তু খান, আরমাড়া স্পিনিং মিল নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে তিনি ব্যাংকটির পরিচালক। এরপর ব্যাংকটির এমডি, ডিএমডিসহ বিভিন্ন পর্যায়ে নতুন নিয়োগ দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান

বড় পরিবর্তনের মুখে ইসলামী ব্যাংক !

আপডেট সময় : ১২:০৮:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭

নিউজ ডেস্ক:

ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) শেয়ার ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর আবার ইসলামী ব্যাংকে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ব্যাংকটির পর্ষদ অসহায় হয়ে পড়েছে- এমন অভিযোগ করে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। সব মিলিয়ে আবারো বড় পরিবর্তনের মুখে পড়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

এই অবস্থায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভা। এছাড়া আগামী ২৩ মে মঙ্গলবার ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে ব্যাংকটিতে নতুন করে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

তবে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের বৃহত্তর স্বার্থ বিবেচনা করা হবে। কারণ, এরই মধ্যে ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং জগতে একটি স্বতন্ত্র স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এই অবস্থান ধরে রাখা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে করেন দায়িত্বশীলরা।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ব্যাংকটির পরিচালনা পর্ষদে প্লাস-মাইনাসের ষড়যন্ত্র শুরু হয়েছে। ব্যাংকটি থেকে তাঁর সরে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। এ ব্যাপারে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনোভাব তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছি।

এমন সিদ্ধান্তের কারণ সর্ম্পকে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করার জন্য ব্যাংকটিতে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ব্যাংক পরিচালনার ক্ষেত্রেও আমার কিছু দায়িত্ব ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকটিতে কিছু বিষয় মাথাচাড়া দিয়ে উঠেছে। যার কারণে দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে।

এ কারণে ব্যক্তিগতভাবে তিনি পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এমনকি এই সিদ্ধান্তের কথা তিনি ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেনও। কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম ২০১৬ সালের ৬ মে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান। এরপর চলতি বছরের ৫ জানুয়ারি ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ করলে তিনি নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

সেদিন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দিনভর পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিতে বড় পরিবর্তন আসে। একই দিন নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সরকারের প্রাক্তন সচিব আরাস্তু খান, আরমাড়া স্পিনিং মিল নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে তিনি ব্যাংকটির পরিচালক। এরপর ব্যাংকটির এমডি, ডিএমডিসহ বিভিন্ন পর্যায়ে নতুন নিয়োগ দেওয়া হয়।