মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘সীমান্তে কোনো নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
উপদেষ্টা বলেন, বৈষম্যহীন ন্যায়ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলা হবে। জেলার ভেতর থেকেই কারাবন্দীরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবে। কারাগারের নিরাপত্তায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে৷
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতির পথে রয়েছে এবং দ্রব্যমূল্য বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের চলমান পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।