তীব্র গরমে হাঁসফাঁস করছে দেশের সিংহভাগ বিভাগ। তবে এক বিভাগে বৃষ্টি নিয়ে পেয়েছে সুখবর। সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকলেও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ রোববার (১১ মে) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।