মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (৪ মে) এক সেমিনারে অংশ নিয়ে তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেয়া যাবে, এটাই একমাত্র সমাধান।
সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, মানবিক করিডর নিয়ে চুক্তি হয়নি, এটি মানবিক চ্যানেল। মিয়ানমারের আমেরিকার হয়ে বাংলাদেশের সঙ্গে প্রক্সি যুদ্ধের বিষয়টা একেবারেই অপতথ্য ও গুজব।