জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ এপ্রিল) ইসির এনআইডি শাখা জানায়, দুদকের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাহেল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান, যার অংশ হিসেবে এনআইডি ব্লক ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তিনি এর আগে এনআইডি মহাপরিচালক হিসেবে স্মার্টকার্ড ইস্যু প্রকল্পের দায়িত্বে ছিলেন।