বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপে পরিণত হলে দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে তাপমাত্রা কমে গরমও কমতে পারে।
এদিকে, সারাদেশে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে ক্রমাগত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ মঙ্গলবারও (৮ এপ্রিল) দেশের ৮ জেলায় তাপপ্রবাহ বইছে। ভারী বৃষ্টিপাত না হলে এ তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই।
সোমবার (৭ এপ্রিল) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সাগরে অবস্থানরত লঘুচাপ আগামী দুই-তিন দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে। তাপপ্রবাহ কিছু জেলা থেকে দূর হতে পারে।