শিরোনাম :
Logo রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত Logo চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ Logo ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন হাবিপ্রবির নতুন কমিটি গঠন Logo জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার টাকা ক্ষতিপূরণ Logo ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল Logo গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি: প্রেস সচিব Logo মির্জা ফখরুলের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের বৈঠক Logo ‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’ Logo সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় : গোলাম পরওয়ার Logo কেএফসিতে ভাঙচুর, পাকিস্তানে ১৭৮ বিক্ষোভকারী গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে নাজমুল-সৈকত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে ।

 

আগামী তিন মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের বিশ ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সিএসই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহমেদ সৈকত ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে প্রফেসর ড. বেগম ফাতেমা জোহারা (মেডিসিন, সার্জারি ও প্রসূতি বিভাগ), প্রফেসর ডঃ ইমরান পারভেজ (মৎস্য জীববিজ্ঞান ও জেনেটিক্স বিভাগ), প্রফেসর ডাঃ উম্মে কুলসুম রিমা (মেডিসিন, সার্জারি ও প্রসূতি বিভাগ), অধ্যাপক ডাঃ মোঃ ফখরুজ্জামান (অণুজীব বিজ্ঞান বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটির কার্যক্রম আরও গতিশীল করতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— রিজুয়ানুল হক সৌমিক (এগ্রিকালচার), শাকিউল হাসান পিয়াস (ম্যাথ), ফারজানা আক্তার প্রীতি (এফপিই), মো. ফয়জুর রহমান খান ফাহাদ (ম্যাষ) ও অরিন্দম সরকার তীর্থ (ডিভিএম) ।

এছাড়া প্রধান সংগঠক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন লাবাইদ ফেরদৌস (ইইই) ও মেহেরুন্নেসা স্বর্ণা (ফিশারিজ)।

এছাড়াও সাধারণ সদস্য হিসাবে যুক্ত আছেন,আরিফুল ইসলাম (ফিশারিজ),আব্দুল্লাহ আল রাহিম (সোশিয়লজি),আসাদুজ্জামান সানজিদ (কেমিস্ট্রি), আবজাল হোসেন তোফায়েল (মার্কেটিং),মাহিন বিএম বিল্লাহ (এগ্রিকালচার),আল শাহরিয়ার জিহান (এগ্রিকালচার),প্রান্ত দেবনাথ (সিএসই),আনসারুল ইসলাম (ইইই)

নতুন দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক নাজমুল হাসান বলেন, ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে ময়মনসিংহ জেলার ছাত্র-ছাত্রীদের অনেক বছরের আশার প্রতিফলন ঘটেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সবাই এবার একটি কাঠামোর অভ্যন্তরে আসতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে গর্বিত আমি এই পদে থেকে কাজ করার সুযোগ পেয়েছি তবে এই দায়িত্ব শুধু আমার একার নয়—এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব। আমি চাই, আমরা একসাথে কাজ করি, যেন ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি সত্যিকার অর্থেই আমাদের সবার জন্য উপকারী হয়ে ওঠে।

সদস্য সচিব সাব্বির আহমেদ সৈকত বলেন, ময়মনসিংহ এসোসিয়েশন এর মূল লক্ষ্যই হলো ৩২২ কিলোমিটার দূরত্বে নিজ জেলার মানুষদের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা।পড়াশোনার তাগিদে আমরা প্রত্যকেই নিজ শহর ছেড়ে এতদূরে এসেছি সেখানে নাড়িরটান বা নিজজেলার মানুষ আলাদা রকমের আবেগ এর নাম।নিজেদের মাঝে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ভর্তি পরীক্ষা দিতে আসা নবীন শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা খেয়াল রাখাও এসোসিয়েশনের একটি কাজ।আশা করি আমরা সকলে মিলে এসোসিয়েশনটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে নাজমুল-সৈকত

আপডেট সময় : ০২:২৯:৪২ অপরাহ্ণ, শনিবার, ১৫ মার্চ ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে ।

 

আগামী তিন মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের বিশ ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সিএসই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহমেদ সৈকত ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে প্রফেসর ড. বেগম ফাতেমা জোহারা (মেডিসিন, সার্জারি ও প্রসূতি বিভাগ), প্রফেসর ডঃ ইমরান পারভেজ (মৎস্য জীববিজ্ঞান ও জেনেটিক্স বিভাগ), প্রফেসর ডাঃ উম্মে কুলসুম রিমা (মেডিসিন, সার্জারি ও প্রসূতি বিভাগ), অধ্যাপক ডাঃ মোঃ ফখরুজ্জামান (অণুজীব বিজ্ঞান বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটির কার্যক্রম আরও গতিশীল করতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— রিজুয়ানুল হক সৌমিক (এগ্রিকালচার), শাকিউল হাসান পিয়াস (ম্যাথ), ফারজানা আক্তার প্রীতি (এফপিই), মো. ফয়জুর রহমান খান ফাহাদ (ম্যাষ) ও অরিন্দম সরকার তীর্থ (ডিভিএম) ।

এছাড়া প্রধান সংগঠক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন লাবাইদ ফেরদৌস (ইইই) ও মেহেরুন্নেসা স্বর্ণা (ফিশারিজ)।

এছাড়াও সাধারণ সদস্য হিসাবে যুক্ত আছেন,আরিফুল ইসলাম (ফিশারিজ),আব্দুল্লাহ আল রাহিম (সোশিয়লজি),আসাদুজ্জামান সানজিদ (কেমিস্ট্রি), আবজাল হোসেন তোফায়েল (মার্কেটিং),মাহিন বিএম বিল্লাহ (এগ্রিকালচার),আল শাহরিয়ার জিহান (এগ্রিকালচার),প্রান্ত দেবনাথ (সিএসই),আনসারুল ইসলাম (ইইই)

নতুন দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক নাজমুল হাসান বলেন, ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে ময়মনসিংহ জেলার ছাত্র-ছাত্রীদের অনেক বছরের আশার প্রতিফলন ঘটেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সবাই এবার একটি কাঠামোর অভ্যন্তরে আসতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে গর্বিত আমি এই পদে থেকে কাজ করার সুযোগ পেয়েছি তবে এই দায়িত্ব শুধু আমার একার নয়—এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব। আমি চাই, আমরা একসাথে কাজ করি, যেন ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি সত্যিকার অর্থেই আমাদের সবার জন্য উপকারী হয়ে ওঠে।

সদস্য সচিব সাব্বির আহমেদ সৈকত বলেন, ময়মনসিংহ এসোসিয়েশন এর মূল লক্ষ্যই হলো ৩২২ কিলোমিটার দূরত্বে নিজ জেলার মানুষদের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা।পড়াশোনার তাগিদে আমরা প্রত্যকেই নিজ শহর ছেড়ে এতদূরে এসেছি সেখানে নাড়িরটান বা নিজজেলার মানুষ আলাদা রকমের আবেগ এর নাম।নিজেদের মাঝে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ভর্তি পরীক্ষা দিতে আসা নবীন শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা খেয়াল রাখাও এসোসিয়েশনের একটি কাজ।আশা করি আমরা সকলে মিলে এসোসিয়েশনটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।