বিশ্ব বণ্যপ্রাণী দিবস আজ : লাউয়াছড়ার সাড়ে ৩ শতাধিক বন্যপ্রাণী উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৬:০২ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৭২৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত এক বছরে প্রায় সাড়ে তিন শতাধিক বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সড়ক ও রেলপথে কাটা পড়ে মৃত্যু হয়েছে শতাধিক প্রাণীর, আর জীবিত উদ্ধার হয়েছে ২৫০টি। উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে অজগরের সংখ্যা সবচেয়ে বেশি।

সর্বশেষ ১ মার্চ কমলগঞ্জের কান্দিগাঁও এলাকা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়। এর আগে ১১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল সড়কে বন বিড়াল ও গন্ধগোকুলসহ তিনটি প্রাণী গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়।

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আজ সোমবার (৩ মার্চ) লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আলোচনা, র‍্যালি ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তথ্যমতে, গত এক বছরে হরিণ, বানর, লজ্জাবতী বানর, মেছোবিড়াল, চিতা বিড়াল, বনবিড়াল, বিভিন্ন প্রজাতির প্যাঁচা, মদনটাক, শকুন, অজগরসহ নানা প্রাণী উদ্ধার করা হয়েছে।

বন বিভাগের মতে, লাউয়াছড়ায় খাদ্য সংকট ও গাছ নিধনের কারণে বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। পরিবেশবাদীরা বলছেন, বন উজাড়, জমি দখল, পর্যটকদের অতিরিক্ত ভিড় ও যানবাহনের চলাচল প্রাণীদের নিরাপদ আবাসস্থল সংকুচিত করছে। বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব জানান, গত এক বছরে তিনি ৫০টির বেশি প্রাণী উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করেছেন।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, “বন্য প্রাণী রক্ষায় বন বিভাগ নানা উদ্যোগ নিয়েছে,” তবে সচেতনতা বাড়ানো ও বন সংরক্ষণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব বণ্যপ্রাণী দিবস আজ : লাউয়াছড়ার সাড়ে ৩ শতাধিক বন্যপ্রাণী উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৬:০২ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত এক বছরে প্রায় সাড়ে তিন শতাধিক বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সড়ক ও রেলপথে কাটা পড়ে মৃত্যু হয়েছে শতাধিক প্রাণীর, আর জীবিত উদ্ধার হয়েছে ২৫০টি। উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে অজগরের সংখ্যা সবচেয়ে বেশি।

সর্বশেষ ১ মার্চ কমলগঞ্জের কান্দিগাঁও এলাকা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়। এর আগে ১১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল সড়কে বন বিড়াল ও গন্ধগোকুলসহ তিনটি প্রাণী গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়।

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আজ সোমবার (৩ মার্চ) লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আলোচনা, র‍্যালি ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তথ্যমতে, গত এক বছরে হরিণ, বানর, লজ্জাবতী বানর, মেছোবিড়াল, চিতা বিড়াল, বনবিড়াল, বিভিন্ন প্রজাতির প্যাঁচা, মদনটাক, শকুন, অজগরসহ নানা প্রাণী উদ্ধার করা হয়েছে।

বন বিভাগের মতে, লাউয়াছড়ায় খাদ্য সংকট ও গাছ নিধনের কারণে বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। পরিবেশবাদীরা বলছেন, বন উজাড়, জমি দখল, পর্যটকদের অতিরিক্ত ভিড় ও যানবাহনের চলাচল প্রাণীদের নিরাপদ আবাসস্থল সংকুচিত করছে। বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব জানান, গত এক বছরে তিনি ৫০টির বেশি প্রাণী উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করেছেন।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, “বন্য প্রাণী রক্ষায় বন বিভাগ নানা উদ্যোগ নিয়েছে,” তবে সচেতনতা বাড়ানো ও বন সংরক্ষণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।