রাজনীতি

ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৫:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে

কথা ছিল মধুর ক্যান্টিনে ঘোষণা করা হবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন ছাত্র সংগঠনের নাম। তবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আটকে গেলো শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষে। নতুন সংগঠনের নাম ও কমিটিতে কারা থাকছেন, সে বিষয়ে জানা গেলেও এদিন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারেনি সংগঠনটি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করার কথা ছিল নতুন ছাত্র সংগঠনের। নতুন সংগঠনের নাম জানা গেছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এতে আহ্বায়ক হিসেবে থাকতে পারেন আবু বাকের মজুমদার, সদস্য সচিব হিসেবে থাকতে পারেন জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির। অন্যদিকে সংগঠনের মুখপাত্র হিসেবে শোনা যাচ্ছে আশরেফা খাতুনের নাম।

জানা গেছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।
বেলা ৩টায় নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত সংবাদ সম্মেলনে আসেননি ছাত্র নেতারা। এরপর ঠিক ৪টার দিকে মধুর ক্যান্টিনের সামনে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ে আত্মপ্রকাশের প্রত্যাশিত ক্ষণ।
বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নতুন ছাত্র সংগঠনের কমিটি প্রকাশ করছে। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজনীতি

ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, ঘোষণা ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

আপডেট সময় : ০৬:২৫:৫১ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কথা ছিল মধুর ক্যান্টিনে ঘোষণা করা হবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন ছাত্র সংগঠনের নাম। তবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আটকে গেলো শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষে। নতুন সংগঠনের নাম ও কমিটিতে কারা থাকছেন, সে বিষয়ে জানা গেলেও এদিন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারেনি সংগঠনটি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করার কথা ছিল নতুন ছাত্র সংগঠনের। নতুন সংগঠনের নাম জানা গেছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এতে আহ্বায়ক হিসেবে থাকতে পারেন আবু বাকের মজুমদার, সদস্য সচিব হিসেবে থাকতে পারেন জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির। অন্যদিকে সংগঠনের মুখপাত্র হিসেবে শোনা যাচ্ছে আশরেফা খাতুনের নাম।

জানা গেছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।
বেলা ৩টায় নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা থাকলেও বিকেল ৪টা পর্যন্ত সংবাদ সম্মেলনে আসেননি ছাত্র নেতারা। এরপর ঠিক ৪টার দিকে মধুর ক্যান্টিনের সামনে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ে আত্মপ্রকাশের প্রত্যাশিত ক্ষণ।
বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নতুন ছাত্র সংগঠনের কমিটি প্রকাশ করছে। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।