শিরোনাম :
Logo বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর Logo ব্যানসন গ্ৰুপের কোনো ঘরবাড়ি থাকবে না; রাবি ছাত্রদলের আহ্বায়ক রাহী Logo নতুন পোপ নির্বাচিত হবে যেভাবে Logo শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন Logo পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক Logo পারভেজ হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন Logo পঞ্চগড়ে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক নিহত, আহত সহকারী Logo সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাঁদপুর সওজ বিভাগ Logo জাবিতে বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ওয়াশরুম স্থাপনের দাবি লাল সবুজের Logo যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

আবারও প্রেমে পড়েছেন ট্রাম্প !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:৩০ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তাঁর তিন স্ত্রীর কথা সবারই কম-বেশি জানা। প্রেমিক হিসেবেও তার জুড়ি নেই। বয়স এখন ৭০। বর্তমানে স্ত্রী হিসেবে তার পাশে আছেন সুন্দরী মেলোনিয়া ট্রাম্প। এরপরও আবারও প্রেমে পড়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তবে সেই প্রেম সুখের নয়।

কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগযুদ্ধ চলছে জনপ্রিয় ‘দ্য অ্যাপ্রেনটিস’ টিভি শো-এর সঞ্চালক লেখক, রাজনীতিবিদ ও অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের। সম্প্রতি টেলিভিশনের এই শো থেকে সরে দাঁড়ানোর পর থেকেই তাঁকে কটাক্ষ করা শুরু করেন ট্রাম্প। সোয়ার্জনেগারকে উদ্দেশ করে টুইট করতে থাকেন তিনি। ‘টারমিনেটর’ স্টার পাল্টা কটাক্ষ করেন, ‘‘ট্রাম্প বোধহয় আমার প্রতি ‘আসক্ত’!’’

২০০৪ সালে ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের ওই শো শুরু করেছিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ মৌসুম ধরেই বেশ জনপ্রিয় মার্কিন টেলিভিশনের ওই অনুষ্ঠান। শো’য়ের কার্যনির্বাহী প্রযোজক ছাড়াও তার সঞ্চালনায় ছিলেন স্বয়ং ট্রাম্প। তবে রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকেই সঞ্চালনা ছেড়ে দেন তিনি। সেই ভূমিকায় আসেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন রিপাবলিকান গভর্নর সোয়ার্জনেগার।

সম্প্রতি সোয়ার্জনেগার জানিয়েছিলেন, ওই শো থেকে সরে যাচ্ছেন তিনি। কিন্তু, তা নিয়ে টুইটারে ব্যঙ্গ করতে থাকেন ট্রাম্প। গত সপ্তাহে তিনি বলেন, “স্বেচ্ছায় নয়, আসলে সোয়ার্জনেগারকে ওই শো থেকে বের করে দেওয়া হয়েছে। ” ট্রাম্পের আরও দাবি, হলিউড অভিনেতার জন্যই ওই টেলি-শো’য়ের রেটিং পড়তে থাকে। এতেই যেন আরও চটে যান সোয়ার্জনেগার। রেডিওর একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, টুইটারে সারা ক্ষণ তাঁকে নিয়েই কেন কথা বলে চলেছেন ট্রাম্প? তাতে সোয়ার্জনেগার বলেন, “ডোনাল্ড ট্রাম্প বোধহয় আমার প্রেমে পড়েছেন!”

এর আগেও হলিউডের একাধিক সেলিব্রিটির সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। গোল্ডেন গ্লোবের মঞ্চে প্রকাশ্যেই মার্কিন প্রেসিডেন্টকে তুলোধনা করেছেন মেরিল স্ট্রিপ। সে সময় মেরিলকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএসএফের হাতে আটক বাংলাদেশী কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট হস্তান্তর

আবারও প্রেমে পড়েছেন ট্রাম্প !

আপডেট সময় : ১১:৩৮:৩০ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

তাঁর তিন স্ত্রীর কথা সবারই কম-বেশি জানা। প্রেমিক হিসেবেও তার জুড়ি নেই। বয়স এখন ৭০। বর্তমানে স্ত্রী হিসেবে তার পাশে আছেন সুন্দরী মেলোনিয়া ট্রাম্প। এরপরও আবারও প্রেমে পড়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তবে সেই প্রেম সুখের নয়।

কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগযুদ্ধ চলছে জনপ্রিয় ‘দ্য অ্যাপ্রেনটিস’ টিভি শো-এর সঞ্চালক লেখক, রাজনীতিবিদ ও অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের। সম্প্রতি টেলিভিশনের এই শো থেকে সরে দাঁড়ানোর পর থেকেই তাঁকে কটাক্ষ করা শুরু করেন ট্রাম্প। সোয়ার্জনেগারকে উদ্দেশ করে টুইট করতে থাকেন তিনি। ‘টারমিনেটর’ স্টার পাল্টা কটাক্ষ করেন, ‘‘ট্রাম্প বোধহয় আমার প্রতি ‘আসক্ত’!’’

২০০৪ সালে ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের ওই শো শুরু করেছিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ মৌসুম ধরেই বেশ জনপ্রিয় মার্কিন টেলিভিশনের ওই অনুষ্ঠান। শো’য়ের কার্যনির্বাহী প্রযোজক ছাড়াও তার সঞ্চালনায় ছিলেন স্বয়ং ট্রাম্প। তবে রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকেই সঞ্চালনা ছেড়ে দেন তিনি। সেই ভূমিকায় আসেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন রিপাবলিকান গভর্নর সোয়ার্জনেগার।

সম্প্রতি সোয়ার্জনেগার জানিয়েছিলেন, ওই শো থেকে সরে যাচ্ছেন তিনি। কিন্তু, তা নিয়ে টুইটারে ব্যঙ্গ করতে থাকেন ট্রাম্প। গত সপ্তাহে তিনি বলেন, “স্বেচ্ছায় নয়, আসলে সোয়ার্জনেগারকে ওই শো থেকে বের করে দেওয়া হয়েছে। ” ট্রাম্পের আরও দাবি, হলিউড অভিনেতার জন্যই ওই টেলি-শো’য়ের রেটিং পড়তে থাকে। এতেই যেন আরও চটে যান সোয়ার্জনেগার। রেডিওর একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, টুইটারে সারা ক্ষণ তাঁকে নিয়েই কেন কথা বলে চলেছেন ট্রাম্প? তাতে সোয়ার্জনেগার বলেন, “ডোনাল্ড ট্রাম্প বোধহয় আমার প্রেমে পড়েছেন!”

এর আগেও হলিউডের একাধিক সেলিব্রিটির সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। গোল্ডেন গ্লোবের মঞ্চে প্রকাশ্যেই মার্কিন প্রেসিডেন্টকে তুলোধনা করেছেন মেরিল স্ট্রিপ। সে সময় মেরিলকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প।