নির্মাণাধীন ভবনের ছাদ থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৮:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
  • ৭২৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবনের ছাদের পিলারের রডের ওপর থেকে সোহান মিয়া (১৩) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর শুকুর মিয়া। এর আগে সোমবার সন্ধ্যার পর উপজেলার ধাপেরহাটের রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন জিসান পাম্প এলাকায় আজিজার রহমানের (চেয়ারম্যান) ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু সোহান ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নির্মাণাধীন ভবনটির ছাদে একটি পিলারের রডের ওপর শিশুটিকে লটকে থাকতে দেখতে পায় স্থানীয়রা। নিচে শিশুটির শরীর থেকে রক্ত পড়ে ছিল। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এব্যপারে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর শুকুর মিয়া বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৮:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবনের ছাদের পিলারের রডের ওপর থেকে সোহান মিয়া (১৩) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর শুকুর মিয়া। এর আগে সোমবার সন্ধ্যার পর উপজেলার ধাপেরহাটের রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন জিসান পাম্প এলাকায় আজিজার রহমানের (চেয়ারম্যান) ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু সোহান ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নির্মাণাধীন ভবনটির ছাদে একটি পিলারের রডের ওপর শিশুটিকে লটকে থাকতে দেখতে পায় স্থানীয়রা। নিচে শিশুটির শরীর থেকে রক্ত পড়ে ছিল। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এব্যপারে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর শুকুর মিয়া বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।