নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে ‘সৎ মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ দেশটির ডেমোক্রেট দলের সদস্যরা তার পদত্যাগ দাবি করেছেন। এ নিয়ে জোর সমালোচনা চলছে।
তার বিরেুদ্ধে অভিযোগ মার্কিন নির্বাচনের সময় সেশন রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসরায়েকের সঙ্গে একাধিক গোপন বৈঠক করিছেলেন। এমন খবরের ভিত্তিতে তারা বলেছেন ‘এমনকি সেশন মিথ্যা কথা বলে শপথ নিয়েছেন। ‘ শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে দেখা করার বিষয়টি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ার আগে সিনেটে যখন সেশনকে নিয়ে শুনানি চলছিল, তখন এধরনের কোন বৈঠকের কথা তিনি অস্বীকার করেছিলেন। এবিষয়ে ট্রাম্প বলেন, ‘সেশন একজন ভালো মানুষ। হয়তো তিনি স্পষ্ট করে এর ব্যাখ্যা দিতে পারেননি। তবে তার উদ্দেশ্য অসৎ ছিলনা।























































