নিউজ ডেস্ক:
এবার ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। বিশ্বজুড়ে গর্ভপাত বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সংগঠন ও সরকারি অর্থায়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিপক্ষে এমন অবস্থান নিলেন তিনি। খবর ইনডিপেনডেন্ট এর।
বিল গেটস বলেন, ‘আমরা যে কাজ করি, তাতে যুক্তরাষ্ট্র এক নম্বর দাতা। মানবহিতৈষীমূলক কাজ সরকারি সহায়তার বিকল্প হতে পারে না। ’
তিনি আরও বলেন, ‘সরকার গর্ভপাতে অর্থায়ন থেকে বেরিয়ে এলে ভারসাম্য নষ্ট হতে পারে, তা হওয়া ঠিক হবে না। এর সত্যিকার কোনো বিকল্প নেই। ’
এদিকে বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস বলেন, “এই বিধান বিশ্বের লাখো নারী ও কিশোরীর জীবন বিপন্ন করে তুলবে এবং শূন্যস্থান পূরণ হবে না, এমনকি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়। ”
উল্লেখ্য গত ডিসেম্বরে বিল গেটস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় পোলিও, এইডসের ভ্যাকসিন গবেষণায় গেটস ফাউন্ডেশন ইত্যাদি বিষয়ে কথা বলেন। তবে মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা বুঝতে পারেননি ট্রাম্প গর্ভপাত অর্থায়নে নিষেধাজ্ঞা আরোপ করবেন।