নিউজ ডেস্ক:‘গণিতের ভয়, করব জয়’ এ প্রতিপাদ্যে প্রতিবছরের ন্যায় এবারও মেহেরপুরের গাংনীতে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে গাংনী গণিত পরিবারের আয়োজনে মহিলা কলেজ প্রাঙ্গণে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। গাংনী গণিত পরিবারের সভাপতি মুনিম হাসান শাফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের কুষ্টিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম এবং জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বার কাউন্সিলের সভাপতি অ্যাড. এ কে এম শফিকুল আলম, বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, গাংনী উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশিদ, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক কামাল হোসেন, শামীম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী গণিত পরিবারের সাধারণ সম্পাদক সাইফ হাসান কৌশিক। মেহেরপুর জেলাব্যাপী এ গণিত উৎসবের একাডেমিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।