নিউজ ডেস্ক:
বিশ্বে বিলিওনিয়ার আছে ভুরি ভুরি। কিন্তু ট্রিলিয়নিয়ার? না, এক লক্ষ কোটির সম্পদের মালিক এখনো কেউ হয়ে ওঠেননি। তবে সেই পথেই আছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। সমীক্ষা বলছে, তিনিই হতে চলেছেন প্রথম ট্রিলিয়নিয়ার।
তবে সেই সংবাদ শুনতে অপেক্ষা করতে হবে আরও অন্তত ২০-২৫ বছর। বেঁচে থাকলে বিল গেটসের বয়স তখন শতবর্ষ ছাড়িয়ে যাবে। বর্তমানে বিল গেটস-এর বয়স ৮৬। রিসার্চ ফার্ম অক্সফেম ইন্টারন্যাশনালের একটি সমীক্ষা বলছে, যে হারে বিল গেটস-এর সম্পত্তি বাড়ছে, তাতে আগামী ২৫ বছরের মধ্যেই এক লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক হতে চলেছেন তিনি।
অক্সফেম-এর রিপোর্টে দেখা যাচ্ছে, ২০০৬ সালে যখন বিল গেটস মাইক্রোসফট ছাড়েন, তখন তার সম্পত্তির পরিমাণ ছিল ৫ হাজার কোটি মার্কিন ডলার। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।






















































