(বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানে জেলার আলীকদম দুর্গম এলাকার উপজাতি একটি পরিবার সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যাওয়ার সময় স্থল মাইন বিস্ফোরণে পরিবার প্রধান নিহত ও নিহতের স্ত্রী ও ছেলে-মেয়ে ৫ জন আহত হয়েছেন।গতকাল বুধবার রাতে বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নের রালাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।দুর্গম এলাকা হওয়ায় এখনো নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তাবে আহতদের বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এব্যাপারে আলীকদম ক্যম্পের বিজিবি জানায়, নিহতের নাম পাওয়াই মুরুং (৪৫)। আহতরা হলেন পাওয়াই মুরুং এর স্ত্রী চংরে মুরুং (৩৫) ও তাদের শিশু সন্তান সিতু মুরু (৯), ইয়া ইয়ং মুরুং (৫), তনকো মুরুং (৩) ও তংরুং মুরুং (২)।
বুধবার
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ