জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
শিক্ষার মান উন্নয়ন ও জৈব পদ্ধতিতে চাষাবাদে উদ্বুর্দ্ধ করার জন্য ঝিনাইদহে শিক্ষকদের মাঝে ল্যাপটপ ও কৃষকদের মাঝে ফোরোমন ফাঁদ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোঃ মনিরুজ্জামান, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমেদ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। পরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন কর্মসূচী-৩ এর আওতায় এডিপি’র অর্থায়নে সদর উপজেলা পরিষদের আয়োজনে ১৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ল্যাপটপ ও নিরাপদ ও স্বাস্থ্য সম্মত সবজি উৎপাদনের লক্ষ্যে ৩৫০ জন কৃষক-কৃষাণীদের মাঝে সাড়ে ৩ হাজার ফোরোমন ফাঁদ বিতরণ করা হয়।