নিউইয়র্কে ‘আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস’ পালন

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৬:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

১০ দফা অঙ্গীকার উচ্চারণের মধ্য দিয়ে শুক্রবার রাতে আমেরিকার নিউইয়র্কে ‘আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস’ পালন করা হয়েছে। ‘জেনোসাইড-৭১ ফাউন্ডেশন’র উদ্যোগে এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে জুইশ সেন্টার মিলনায়তনে।

গণহত্যায় কবলিত বিভিন্ন দেশের দাবি, গণহত্যায় নিহতদের স্মরণ, মর্যাদা দানের প্রেক্ষিত বিবেচনা এবং হিউম্যান রাইটস কাউন্সিলের সুপারিশক্রমে গত বছরের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ এ দিনকে ‘গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

জাতিসংঘ ঘোষিত এ কর্মসূচির আলোকেই প্রবাসীরা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনকালে একাত্তরের ২৫ মার্চ বাংলাদেশে পাকিস্তানী হায়েনাদের বিভৎসতাকেও ‘আন্তর্জাতিক গণহত্যা’র স্বীকৃতি দানের দাবি জানাচ্ছে ‘জেনোসাইড-৭১ ফাউন্ডেশন’।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন করের নেতৃত্বাধীন ‘জেনোসাইড-৭১ ফাউন্ডেশন’র এ অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারি  (প্রেস) নূরইলাহি মিনা, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামালউদ্দিন হোসেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা খান মিরাজ প্রমুখ।

ট্যাগস :

নিউইয়র্কে ‘আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস’ পালন

আপডেট সময় : ১১:৪৬:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

১০ দফা অঙ্গীকার উচ্চারণের মধ্য দিয়ে শুক্রবার রাতে আমেরিকার নিউইয়র্কে ‘আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস’ পালন করা হয়েছে। ‘জেনোসাইড-৭১ ফাউন্ডেশন’র উদ্যোগে এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে জুইশ সেন্টার মিলনায়তনে।

গণহত্যায় কবলিত বিভিন্ন দেশের দাবি, গণহত্যায় নিহতদের স্মরণ, মর্যাদা দানের প্রেক্ষিত বিবেচনা এবং হিউম্যান রাইটস কাউন্সিলের সুপারিশক্রমে গত বছরের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ এ দিনকে ‘গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

জাতিসংঘ ঘোষিত এ কর্মসূচির আলোকেই প্রবাসীরা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনকালে একাত্তরের ২৫ মার্চ বাংলাদেশে পাকিস্তানী হায়েনাদের বিভৎসতাকেও ‘আন্তর্জাতিক গণহত্যা’র স্বীকৃতি দানের দাবি জানাচ্ছে ‘জেনোসাইড-৭১ ফাউন্ডেশন’।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন করের নেতৃত্বাধীন ‘জেনোসাইড-৭১ ফাউন্ডেশন’র এ অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারি  (প্রেস) নূরইলাহি মিনা, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামালউদ্দিন হোসেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা খান মিরাজ প্রমুখ।