নিউজ ডেস্ক:
নিজেদের নিরাপত্তার স্বার্থে রাজনৈতক নেতাসহ নামী দামি ব্যক্তিবর্গ দেহরক্ষী রেখে থাকেন। এই সকল দেহরক্ষীদের চোখে বেশিরভাগ সময় থাকে কালো চশমা৷ কেন এমনটা হয় সেটা কখনো লক্ষ্য করেছেন বা ভেবে দেখেছেন।
যদি এতদিন খেয়াল না করে থাকেন তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে থাকা দেহরক্ষীরা সবসময় কালো চশমা পড়ে রয়েছেন। বিশেষ করে যখন তারা নেতাদের সঙ্গে কোথাও যান।
হয়তো কখনই ভাবা হয়নি যে একটা চশমা এতটা গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আবার এমনও তো কোন কথা নেই যে নিষেধাজ্ঞা ফ্যাশন হতে পারবে না। কোনও অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে দেহরক্ষীদের নেতাদের দেখাশোনা করার প্রশিক্ষণ দেওয়া হয়। এই দেহরক্ষীদের চশমা পড়ে শুধুমাত্র তাদের স্মার্ট দেখায় তাই নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক সুবিধা।
এই কালো চশমা তাদের মুখের ভাব লুকিয়ে রাখতে সাহায্য করে, ফলে এগিয়ে আসা কোনও অজানা লোককেও খুঁজে পেতে সাহায্য করে।
তাছাড়া চোখে ধুলো ঢুকে যাওয়ার থেকেও রক্ষা করে। এক মিনিটের জন্য তারা তাদের মনোযোগ সরাতে পারবে না।
আবার এই চশমা ফ্যাশন স্টেটমেন্ট হলেও এটা দেহরক্ষীদের শরীরের অবিচ্ছেদ্য অংশ। বোমা বিস্ফোরণ বা গুলির ক্ষেত্রে, কোনও বাধা ছাড়াই তারা অপরাধীকে পরিষ্কার দৃষ্টিতে দেখতে পারে।