৫ বছর বয়সেই ৭০ বার অপারেশন টেবিলে যে বাচ্চা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দুই বছর বয়সে অগ্নিদগ্ধ হওয়ার পর সৌদি শিশু শাহাদের এ পর্যন্ত ৭০ বার অপারেশন করা হয়েছে। আগুনে খাবারের নালী ও পাকস্থলী পুড়ে যায় শাহাদের।

এত বার অপারেশন হওয়ার পরও নিজে কিছু গিলতে পারে না শাহাদ। পাকস্থলীর সঙ্গে সংযুক্ত টিউবের মাধ্যমে শাহাদকে খাওয়ানো হয়। শাহাদের বয়স এখন পাঁচ বছর। দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছে। শাহাদের বাবা হুসাইন আল-খিদাইশ এখন তার মেয়েকে সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

শাহদের বাবা জানান, তার দুই বছরের সেই ফুটফুটে মেয়ে আগুনে পুড়ে যাওয়ার পর আর কখনই স্বাভাবিক হয়নি। প্রথমে আল-খোবারের সাদ হাসপাতাল, এর পর রিয়াদের কিং ফাহাদ মেডিক্যাল সিটি, তার পর কিং খালেদ ইউনিভার্সিটি হাসপাতাল- শাহাদকে নিয়ে সবজায়গায় ঘোরা হয়েছে হুসাইন আল-খিদাইশের। কিন্তু মেয়ে আর সুস্থ হয়নি। তারপরও আশা হারাননি। সরকারি সহায়তা পেলে মেয়েকে বিদেশে নিতে চান উন্নত চিকিৎসার জন্য।

সূত্র : সৌদি গেজেট

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৫ বছর বয়সেই ৭০ বার অপারেশন টেবিলে যে বাচ্চা !

আপডেট সময় : ১২:১২:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

দুই বছর বয়সে অগ্নিদগ্ধ হওয়ার পর সৌদি শিশু শাহাদের এ পর্যন্ত ৭০ বার অপারেশন করা হয়েছে। আগুনে খাবারের নালী ও পাকস্থলী পুড়ে যায় শাহাদের।

এত বার অপারেশন হওয়ার পরও নিজে কিছু গিলতে পারে না শাহাদ। পাকস্থলীর সঙ্গে সংযুক্ত টিউবের মাধ্যমে শাহাদকে খাওয়ানো হয়। শাহাদের বয়স এখন পাঁচ বছর। দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছে। শাহাদের বাবা হুসাইন আল-খিদাইশ এখন তার মেয়েকে সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

শাহদের বাবা জানান, তার দুই বছরের সেই ফুটফুটে মেয়ে আগুনে পুড়ে যাওয়ার পর আর কখনই স্বাভাবিক হয়নি। প্রথমে আল-খোবারের সাদ হাসপাতাল, এর পর রিয়াদের কিং ফাহাদ মেডিক্যাল সিটি, তার পর কিং খালেদ ইউনিভার্সিটি হাসপাতাল- শাহাদকে নিয়ে সবজায়গায় ঘোরা হয়েছে হুসাইন আল-খিদাইশের। কিন্তু মেয়ে আর সুস্থ হয়নি। তারপরও আশা হারাননি। সরকারি সহায়তা পেলে মেয়েকে বিদেশে নিতে চান উন্নত চিকিৎসার জন্য।

সূত্র : সৌদি গেজেট