মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা  Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত Logo আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এআই ভিত্তিক টেক্সটাইল অটোমেশন বিষয়ক সেমিনার Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা!

আন্তঃমাদরাসা প্রতিযোগিতা শুরু !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭’ শিরোনামে আন্তঃমাদরাসা প্রতিযোগিতা শুরু হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা দেশে এ প্রতিযোগিতা হবে।

বুধবার ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে ঢাকা, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ফাজিল, ফাজিল (অনার্স) ও কামিল মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতার বিষয়: আরবি ভাষা ও ইসলামি জ্ঞান। পর্যায়ক্রমে সারা দেশে এ প্রতিযোগিতা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। আলেমদের শত বছরের দাবি অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের অধীনে আরো ভালো আলেম তৈরি করতে হবে।

জঙ্গিবাদের ব্যাপারে সবাইকে সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামের নামে যারা ছাত্র-শিক্ষকদের বিপথগামী করছে, তারা দেশের উন্নয়নকে থামিয়ে দিতে চায়, দেশকে এবং ইসলামকে হেয় করতে চায়।

নুরুল ইসলাম নাহিদ জানান, ৫১টি মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ৩৫টি মাদরাসাকে মডেল মাদরাসা হিসেবে গড়ে তোলা হয়েছে। এসব মাদরাসায় কম্পিউটার ল্যাবসহ আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। ১ হাজার ৩৩২টি মাদরাসায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আরো ১ হাজার ৮০০ মাদরাসায় ভবন নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, মাদরাসা শিক্ষার সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় ঘটাতে ৩ হাজার ১২১টি মাদরাসায় কম্পিউটার কোর্স চালু করা হয়েছে। ২৮১টি মাদরাসায় কারিগরি শিক্ষা কোর্স চালু করা হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, জমিয়াতুল মোদাররেছিন বাংলাদেশের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান মাওলানা আবু বকর বক্তব্য রাখেন ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা 

আন্তঃমাদরাসা প্রতিযোগিতা শুরু !

আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭’ শিরোনামে আন্তঃমাদরাসা প্রতিযোগিতা শুরু হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা দেশে এ প্রতিযোগিতা হবে।

বুধবার ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে ঢাকা, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ফাজিল, ফাজিল (অনার্স) ও কামিল মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতার বিষয়: আরবি ভাষা ও ইসলামি জ্ঞান। পর্যায়ক্রমে সারা দেশে এ প্রতিযোগিতা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। আলেমদের শত বছরের দাবি অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের অধীনে আরো ভালো আলেম তৈরি করতে হবে।

জঙ্গিবাদের ব্যাপারে সবাইকে সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, ইসলামের নামে যারা ছাত্র-শিক্ষকদের বিপথগামী করছে, তারা দেশের উন্নয়নকে থামিয়ে দিতে চায়, দেশকে এবং ইসলামকে হেয় করতে চায়।

নুরুল ইসলাম নাহিদ জানান, ৫১টি মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ৩৫টি মাদরাসাকে মডেল মাদরাসা হিসেবে গড়ে তোলা হয়েছে। এসব মাদরাসায় কম্পিউটার ল্যাবসহ আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। ১ হাজার ৩৩২টি মাদরাসায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আরো ১ হাজার ৮০০ মাদরাসায় ভবন নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, মাদরাসা শিক্ষার সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় ঘটাতে ৩ হাজার ১২১টি মাদরাসায় কম্পিউটার কোর্স চালু করা হয়েছে। ২৮১টি মাদরাসায় কারিগরি শিক্ষা কোর্স চালু করা হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, জমিয়াতুল মোদাররেছিন বাংলাদেশের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির প্রধান মাওলানা আবু বকর বক্তব্য রাখেন ।