শিরোনাম :
Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন Logo চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

লক্ষ্মীপুরে বেড়ই চলছে শিশু শ্রম, সংসারের অভাব অনটনের কারণে ঝূঁকিপূর্ণ কাজে ব্যস্ত এসব শিশুরা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:২৭:১৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-  লক্ষ্মীপুরে দিনে দিনে বেড়েই চলেছে শিশু শ্রমিকের সংখ্যা। এসব শ্রমিক কাজ করছে ওয়ার্কসপ, গ্যারেজ কিংবা বিস্কুট ফ্যাক্টরীতে। সংসারের আর্থিক কষ্ট, পড়া-লেখার সুযোগের অভাবসহ নানা টানা পোড়ানে পিষ্ট এসব শিশুর জীবন। শিশু শ্রম অপরাধ জেনেও অভাব-অনটনকে দায়ী করছেন মালিকরা। তবে পরিস্থিতি বদলাতে নানা উদ্যোগের কথাও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পুরো লক্ষ্মীপুরের পথে-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অনেক শিশু, যারা নানা কাজে নিয়োজিত। ওয়ার্কসপ, গ্যারেজ, ঠেলা গাড়ী, ওয়েলডিংয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজ করছে শিশুরা। এতে করে দিন দিন বেড়েই চলছে শিশু শ্রমিকের সংখ্যা। যে বয়সে তাদের হাতে বই-কলম থাকার কথা, সে বয়সেই কঠিন সব কাজে ব্যস্ত শিশু শ্রমিকরা। সংসারে অভাব-অনটন কিংবা বাবার দূর্বলতার কারণেই পড়া লেখা ছেড়ে এসব কাজ করছে তারা। আবার কেউ নিজের ও পরিবারের খাবার যোগাতে এমন সব ঝূঁকিপূর্ণ কাজ হাতে নিতে বাধ্য হয়েছে বলেও জানায় অনেকে শিশু। বিনিময়ে পাচ্ছে প্রতি মাসে ১৫ শ থেকে ২ হাজার টাকা।


শিশু শ্রম অপরাধ জেনেও অভাব-অনটনকে দায়ী করছেন মালিকরা। তারা বলছেন অভাবের কারনে এসব শিশুদের বাবা-মা পড়া-লেখার খরচ বহন করতে পারছেনা। এতে ওইসব শিশু দিন দিন অলস হয়ে পড়ে। যার ফলে গ্যারেজ, ওয়ার্কসপসহ বিভিন্ন কাজে নিজ দায়িত্বে দিয়ে যায় বাবা-মা।
এভাবে জেলার বিভিন্ন স্থানে শিশু শ্রমিকরা নানান রকম কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। পড়াশোনা  করার ইচ্ছা থাকলেও আর হয়ে ওঠেনা।
তবে এ বিষয়ে শিশু বিষয়ক কর্মকর্তা বলেছেন, যারা অভাব অনটনের কারণে লেখা-পড়া করতে পারছেনা এসব শিশুদের জন্য সমাজসেবা অধিদপ্তরের দুঃস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মুল ¯্রােত ধারায় নিয়ে আসার কথা বলেন

এসব শিশুদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে পড়া শিশুদের শিক্ষামুখী করে তুলবে। এমনটাই প্রত্যাশা সকলের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক

লক্ষ্মীপুরে বেড়ই চলছে শিশু শ্রম, সংসারের অভাব অনটনের কারণে ঝূঁকিপূর্ণ কাজে ব্যস্ত এসব শিশুরা

আপডেট সময় : ০৯:২৭:১৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-  লক্ষ্মীপুরে দিনে দিনে বেড়েই চলেছে শিশু শ্রমিকের সংখ্যা। এসব শ্রমিক কাজ করছে ওয়ার্কসপ, গ্যারেজ কিংবা বিস্কুট ফ্যাক্টরীতে। সংসারের আর্থিক কষ্ট, পড়া-লেখার সুযোগের অভাবসহ নানা টানা পোড়ানে পিষ্ট এসব শিশুর জীবন। শিশু শ্রম অপরাধ জেনেও অভাব-অনটনকে দায়ী করছেন মালিকরা। তবে পরিস্থিতি বদলাতে নানা উদ্যোগের কথাও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


পুরো লক্ষ্মীপুরের পথে-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অনেক শিশু, যারা নানা কাজে নিয়োজিত। ওয়ার্কসপ, গ্যারেজ, ঠেলা গাড়ী, ওয়েলডিংয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজ করছে শিশুরা। এতে করে দিন দিন বেড়েই চলছে শিশু শ্রমিকের সংখ্যা। যে বয়সে তাদের হাতে বই-কলম থাকার কথা, সে বয়সেই কঠিন সব কাজে ব্যস্ত শিশু শ্রমিকরা। সংসারে অভাব-অনটন কিংবা বাবার দূর্বলতার কারণেই পড়া লেখা ছেড়ে এসব কাজ করছে তারা। আবার কেউ নিজের ও পরিবারের খাবার যোগাতে এমন সব ঝূঁকিপূর্ণ কাজ হাতে নিতে বাধ্য হয়েছে বলেও জানায় অনেকে শিশু। বিনিময়ে পাচ্ছে প্রতি মাসে ১৫ শ থেকে ২ হাজার টাকা।


শিশু শ্রম অপরাধ জেনেও অভাব-অনটনকে দায়ী করছেন মালিকরা। তারা বলছেন অভাবের কারনে এসব শিশুদের বাবা-মা পড়া-লেখার খরচ বহন করতে পারছেনা। এতে ওইসব শিশু দিন দিন অলস হয়ে পড়ে। যার ফলে গ্যারেজ, ওয়ার্কসপসহ বিভিন্ন কাজে নিজ দায়িত্বে দিয়ে যায় বাবা-মা।
এভাবে জেলার বিভিন্ন স্থানে শিশু শ্রমিকরা নানান রকম কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। পড়াশোনা  করার ইচ্ছা থাকলেও আর হয়ে ওঠেনা।
তবে এ বিষয়ে শিশু বিষয়ক কর্মকর্তা বলেছেন, যারা অভাব অনটনের কারণে লেখা-পড়া করতে পারছেনা এসব শিশুদের জন্য সমাজসেবা অধিদপ্তরের দুঃস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মুল ¯্রােত ধারায় নিয়ে আসার কথা বলেন

এসব শিশুদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে পড়া শিশুদের শিক্ষামুখী করে তুলবে। এমনটাই প্রত্যাশা সকলের।