মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা

অ্যালবাম রেকর্ড, আবেগে আপ্লুত দুই অন্ধ পথগায়ক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পথে পথে গান গেয়ে ভিক্ষা করেন ভারতের এই দু’জন অন্ধ গায়ক। স্ত্রীর হাত ধরে এগিয়ে যান ৭৬ বছরের চিত্তরঞ্জন দেবনাথ। আর ৫৫ বছরের শ্রীহরি দাস একাই চলেন, হাতে দোতারা নিয়ে। তাঁদেরই এ বার স্টুডিওতে ঢুকিয়ে দিল ছন্দনীড়। শিলচরের এক সাংস্কৃতিক সংস্থা।

‘অডিও-ভিডিও অ্যালবাম’! হেডফোন পরার পরেও বিশ্বাস হচ্ছিল না শ্রীহরি-চিত্তরঞ্জনের, ‘‘আমাদের গান মানুষ সিডি চালিয়ে শুনবে!’’ পরে স্টুডিওর রেকর্ডিং ব্যবস্থা তৈরি হলে গান শুরু করতে বলা হল তাঁদের। দু’জনে এক সঙ্গে কেঁদে ওঠেন। কান্না থামিয়ে যখন গান ধরলেন, সবাই বিস্মিত। দুই শিল্পীর কেউই অচেনা নন। কিন্তু এ যে নতুন করে চেনা!

একে একে গেয়ে গেলেন দেহতত্ত্ব, বাউল, গুরুভজন মিলিয়ে দশটি গান। জালালউদ্দিন, রাধারমন দত্তের গানের সঙ্গে একটি শ্রীহরি দাসেরই রচনা ও সুর করা। দোতারা বাজিয়ে তিনি গাইলেন নিজের গান, ‘বন্ধু আমায় দিল প্রেমজ্বালা, প্রাণসখি’।
দু’জনেরই বয়স বাড়ছে। আর পথচারীদের আকৃষ্ট করতে সারাদিন যে রকম উঁচু স্কেলে গাইতে হয়, আর কত দিন গলা ধরে রাখতে পারবেন, সেই ভাবনা থেকেই ছন্দনীড়-এর শীর্ষকর্তা ভাস্কর দাস ও পার্থ শীলের এই উদ্যোগ। তাঁদের নিয়ে এটি অবশ্য প্রথম কাজ নয় এই সংস্থার। মঞ্চে যাতে তাঁরা শিল্পীর মর্যাদায় গাইতে পারেন, বছর দুয়েক আগে ভাস্করবাবুরাই তার সুযোগ করে দেন। আবার ভিক্ষের টাকায় একটুকরো জমি কিনতে সক্ষম হলেও ঘর বানানোর টাকা জুটছিল না। ছন্দনীড়ই টিন কিনে দেয়, বাড়ির পাঁচিল তৈরির ব্যবস্থা করে। সংস্থাটি জানায়, অ্যালবাম তৈরির যাবতীয় খরচ তারাই বহন করবে। সিডি বিক্রির পুরো টাকাটাই দুই শিল্পীকে ভাগ করে দেওয়া হবে। শ্রীহরি বলেন, ‘‘টাকার জন্য ভাবছি না। আমাদের গলা রয়ে গেল! আমাদের মৃত্যুর পরেও মানুষ আমাদের গান শুনবেন !

সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া

অ্যালবাম রেকর্ড, আবেগে আপ্লুত দুই অন্ধ পথগায়ক !

আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

পথে পথে গান গেয়ে ভিক্ষা করেন ভারতের এই দু’জন অন্ধ গায়ক। স্ত্রীর হাত ধরে এগিয়ে যান ৭৬ বছরের চিত্তরঞ্জন দেবনাথ। আর ৫৫ বছরের শ্রীহরি দাস একাই চলেন, হাতে দোতারা নিয়ে। তাঁদেরই এ বার স্টুডিওতে ঢুকিয়ে দিল ছন্দনীড়। শিলচরের এক সাংস্কৃতিক সংস্থা।

‘অডিও-ভিডিও অ্যালবাম’! হেডফোন পরার পরেও বিশ্বাস হচ্ছিল না শ্রীহরি-চিত্তরঞ্জনের, ‘‘আমাদের গান মানুষ সিডি চালিয়ে শুনবে!’’ পরে স্টুডিওর রেকর্ডিং ব্যবস্থা তৈরি হলে গান শুরু করতে বলা হল তাঁদের। দু’জনে এক সঙ্গে কেঁদে ওঠেন। কান্না থামিয়ে যখন গান ধরলেন, সবাই বিস্মিত। দুই শিল্পীর কেউই অচেনা নন। কিন্তু এ যে নতুন করে চেনা!

একে একে গেয়ে গেলেন দেহতত্ত্ব, বাউল, গুরুভজন মিলিয়ে দশটি গান। জালালউদ্দিন, রাধারমন দত্তের গানের সঙ্গে একটি শ্রীহরি দাসেরই রচনা ও সুর করা। দোতারা বাজিয়ে তিনি গাইলেন নিজের গান, ‘বন্ধু আমায় দিল প্রেমজ্বালা, প্রাণসখি’।
দু’জনেরই বয়স বাড়ছে। আর পথচারীদের আকৃষ্ট করতে সারাদিন যে রকম উঁচু স্কেলে গাইতে হয়, আর কত দিন গলা ধরে রাখতে পারবেন, সেই ভাবনা থেকেই ছন্দনীড়-এর শীর্ষকর্তা ভাস্কর দাস ও পার্থ শীলের এই উদ্যোগ। তাঁদের নিয়ে এটি অবশ্য প্রথম কাজ নয় এই সংস্থার। মঞ্চে যাতে তাঁরা শিল্পীর মর্যাদায় গাইতে পারেন, বছর দুয়েক আগে ভাস্করবাবুরাই তার সুযোগ করে দেন। আবার ভিক্ষের টাকায় একটুকরো জমি কিনতে সক্ষম হলেও ঘর বানানোর টাকা জুটছিল না। ছন্দনীড়ই টিন কিনে দেয়, বাড়ির পাঁচিল তৈরির ব্যবস্থা করে। সংস্থাটি জানায়, অ্যালবাম তৈরির যাবতীয় খরচ তারাই বহন করবে। সিডি বিক্রির পুরো টাকাটাই দুই শিল্পীকে ভাগ করে দেওয়া হবে। শ্রীহরি বলেন, ‘‘টাকার জন্য ভাবছি না। আমাদের গলা রয়ে গেল! আমাদের মৃত্যুর পরেও মানুষ আমাদের গান শুনবেন !

সূত্র: আনন্দবাজার।