নিউজ ডেস্ক:
কিম জং-উনের দাদা, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের ১০৫তম জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানী পিয়ংইয়ংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটি উত্তর কোরিয়ায় ‘ডে অব দ্য সান’ হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ শুরুর আগে তেদং নদীর তীরে সেনাভর্তি শত শত ট্রাকের সারি দেখা যায়।
আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এর মধ্য দিয়ে শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়; ওয়াশিংটন, সিউল, টোকিওর মতো শহরগুলোকেও কঠোর বার্তা পাঠাতে চায় উত্তর কোরিয়া। এই প্যারেড অনুষ্ঠানে কিম জং-উনকে বেশ উৎফুল্ল দেখা গেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি ওয়াশিংটন ও সিউলের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির নতুন অস্ত্রের পরীক্ষার জবাব যুক্তরাষ্ট্র সামরিকভাবে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ‘ডে অব দ্য সান’ উপলক্ষে উত্তর কোরিয়া নতুন কোনো অস্ত্রের পরীক্ষা চালাতে পারে, এমন সম্ভাবনায় উত্তেজনা বিরাজ করছে।