নিউজ ডেস্ক:
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ২৫৪ জনের মৃত্যু হয়েছে। পুতুমায়ো প্রদেশের মোকোয়া শহরে এ বিপর্যয় ঘটেছে বলে শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
প্রেসিডেন্ট হুয়ান মান্যুয়েল সান্তোস জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর অর্থ হচ্ছে, মাসিক বৃষ্টিপাতের ৩০ শতাংশই রাতে হয়েছে, যার ফলে বেশ কয়েকটি নদীর পানি হঠাৎ করে বেড়ে গেছে।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের সংখ্যা ২৫৪। এছাড়া আহত হয়েছে ৪০০ জন এবং এখনও ২০০ জন নিখোঁজ রয়েছে।
এর আগে কলম্বিয়া রেডক্রসের প্রধান সিজার উরুয়েনা বলেছিলেন, ‘আমাদের কাছে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ২০৬জনের মৃত্যু নিশ্চিত করা গেছে, ২২০ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছে অন্তত ২০২ জন।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ভারি বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি উপচে মোকোয়া শহর প্লাবিত হয়। কাদাপানির তোড়ে বহু ঘরবাড়ি ভেসে যায়, ধসে পড়ে অনেক ঘর। কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে গাড়ি।
প্রেসিডেন্ট হুয়ান মান্যুয়েল সান্তোস শনিবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ।
শহরটির গভর্নর সরেল আরোকা কলম্বিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আশেপাশের সব এলাকা মাটিতে চাপা পড়ে গেছে।
শহরের বাসিন্দা হারনান্দো রদ্রিগেজ টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘অনেক লোক রাস্তায় অপেক্ষা করছে, অনেকে বাস্তুচ্যুত হয়ে গেছে এবং অনেক বাড়িঘর ধসে পড়েছে। লোকজন বুঝতে পারছে না তাদের কী করতে হবে।’
এদিকে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে এবং রাস্তাঘাট ভেঙে পড়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।