চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব পিপিএম এর সাথে গণঅধিকার পরিষদের চাঁদপুর-৩ (সদর-হাইচর) আসনের সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক মো. জাকির হোসেন দলীয় নেতা কর্মীদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের চাঁদপুর-৩ আসনের প্রার্থী সাংবাদিক মো.জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা নেয়ামত উল্লাহ, সাহিদা আক্তার, ইয়াকুব হোসেন আকাশ, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, উমর সালমান, নিলুফা বেগম, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পারভেজ পাটওয়ারী, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদুল ইসলাম, সদস্য সচিব আল আমিন সুমন, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন, মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক কাউসার আহমেদসহ নেতৃবৃন্দ।






















































