বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন Logo চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার” Logo সাতক্ষীরায় দুই আ’লীগ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে বিপাকে আহবায়ক কমিটি ! Logo পৌর যুবদলের উদ্যোগে পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া মাহফিল Logo চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে – উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা Logo সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দাবা প্রতিযোগিতায় গণিত ডিসিপ্লিন চ্যাম্পিয়ন ও হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রদের টেবিল টেনিস প্রতিযোগিতায় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় ফার্মেসী ডিসিপ্লিন। অন্যদিকে ছাত্রীদের টেবিল টেনিস প্রতিযোগিতায় স্থাপত্য ডিসিপ্লিন চ্যাম্পিয়ন ও এইচআরএম ডিসিপ্লিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, দাবা শিক্ষার্থীদের কৌশলগত চিন্তা, ধৈর্য ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধি করে। আর টেবিল টেনিস শরীরের ক্ষিপ্রতা, চোখ-হাতের সমন্বয় ও মনোযোগ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতামূলক চেতনা গড়ে তোলে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে জিমনেশিয়ামের কাজ চলমান রয়েছে। আগামীতে এখানে ইনডোর গেমস্ আয়োজন করা হবে। এছাড়া ছাত্রীদের দুটি হলে ব্যায়ামাগার ও খেলার মাঠ নির্মাণের কাজ চলছে, যাতে তারা হলের মধ্যেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ ও শরীরচর্চা করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়দের মেডেল ও ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। এ সময় স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা আসাদসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দাবা প্রতিযোগিতায় গণিত ডিসিপ্লিন চ্যাম্পিয়ন ও হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রদের টেবিল টেনিস প্রতিযোগিতায় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় ফার্মেসী ডিসিপ্লিন। অন্যদিকে ছাত্রীদের টেবিল টেনিস প্রতিযোগিতায় স্থাপত্য ডিসিপ্লিন চ্যাম্পিয়ন ও এইচআরএম ডিসিপ্লিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, দাবা শিক্ষার্থীদের কৌশলগত চিন্তা, ধৈর্য ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধি করে। আর টেবিল টেনিস শরীরের ক্ষিপ্রতা, চোখ-হাতের সমন্বয় ও মনোযোগ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতামূলক চেতনা গড়ে তোলে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে জিমনেশিয়ামের কাজ চলমান রয়েছে। আগামীতে এখানে ইনডোর গেমস্ আয়োজন করা হবে। এছাড়া ছাত্রীদের দুটি হলে ব্যায়ামাগার ও খেলার মাঠ নির্মাণের কাজ চলছে, যাতে তারা হলের মধ্যেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ ও শরীরচর্চা করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়দের মেডেল ও ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। এ সময় স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা আসাদসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।