মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৭:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা, কুশখালী, চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৯৮ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, থ্রি-পিসসহ সর্বমোট ১৪ লাখ ৬৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

এর মধ্যে কাকডাঙ্গা সীমান্তের ছবেদার মোড় এলাকা থেকে ৬৮ বোতল এবং তলুইগাছা সীমান্তের চৌরঙ্গী আমবাগান এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই সঙ্গে বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় ঔষধ ও পোশাকসামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারতীয় এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এসব অবৈধ পণ্যের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে উদ্ধারকৃত মদ সংরক্ষণের পর জনসম্মুখে ধ্বংস করা হবে।

স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ

আপডেট সময় : ০২:১৭:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা, কুশখালী, চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৯৮ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, থ্রি-পিসসহ সর্বমোট ১৪ লাখ ৬৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

এর মধ্যে কাকডাঙ্গা সীমান্তের ছবেদার মোড় এলাকা থেকে ৬৮ বোতল এবং তলুইগাছা সীমান্তের চৌরঙ্গী আমবাগান এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই সঙ্গে বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় ঔষধ ও পোশাকসামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারতীয় এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এসব অবৈধ পণ্যের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে উদ্ধারকৃত মদ সংরক্ষণের পর জনসম্মুখে ধ্বংস করা হবে।

স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।