শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৭:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা, কুশখালী, চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৯৮ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, থ্রি-পিসসহ সর্বমোট ১৪ লাখ ৬৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

এর মধ্যে কাকডাঙ্গা সীমান্তের ছবেদার মোড় এলাকা থেকে ৬৮ বোতল এবং তলুইগাছা সীমান্তের চৌরঙ্গী আমবাগান এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই সঙ্গে বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় ঔষধ ও পোশাকসামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারতীয় এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এসব অবৈধ পণ্যের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে উদ্ধারকৃত মদ সংরক্ষণের পর জনসম্মুখে ধ্বংস করা হবে।

স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৯৮ বোতল ভারতীয় মদসহ ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ

আপডেট সময় : ০২:১৭:৪১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ প্রায় ১৫ লক্ষ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা, কুশখালী, চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৯৮ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, থ্রি-পিসসহ সর্বমোট ১৪ লাখ ৬৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

এর মধ্যে কাকডাঙ্গা সীমান্তের ছবেদার মোড় এলাকা থেকে ৬৮ বোতল এবং তলুইগাছা সীমান্তের চৌরঙ্গী আমবাগান এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় মদ আটক করা হয়। একই সঙ্গে বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় ঔষধ ও পোশাকসামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারতীয় এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এসব অবৈধ পণ্যের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে উদ্ধারকৃত মদ সংরক্ষণের পর জনসম্মুখে ধ্বংস করা হবে।

স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।