শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

শান্তিপ্রতিষ্ঠায় কলা ও মানবিক অনুষদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন

শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যার গুরুত্ব তুলে ধরতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের উদ্যোগে আয়োজিত এ দুই দিনব্যাপী সম্মেলন শুরু হবে আগামী শনিবার (২ আগস্ট) এবং চলবে রবিবার (৩ আগস্ট) পর্যন্ত। সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

“শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যা” শীর্ষক এবারের সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মুগ্ধসহ সকল শহীদদের প্রতি। আয়োজকরা জানিয়েছেন, দেশ-বিদেশের উল্লেখযোগ্যসংখ্যক গবেষক এতে অংশ নিচ্ছেন এবং দুই দিনে দেড়শোর অধিক প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।

সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার প্রফেসর ড. মো. কামারুল কাবিলান বিন আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান খান এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং খুলনার ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সম্মেলনের সভাপতিত্ব করবেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবির।

আয়োজকরা জানান, এ সম্মেলনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে কলা ও মানবিকবিদ্যার অন্তর্নিহিত শক্তিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মানবিক চেতনা ও সংলাপের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই সম্মেলন গবেষণা ও আন্তঃসংস্কৃতি বিনিময়ের একটি মূল্যবান প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

শান্তিপ্রতিষ্ঠায় কলা ও মানবিক অনুষদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন

আপডেট সময় : ০৪:৩৮:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যার গুরুত্ব তুলে ধরতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের উদ্যোগে আয়োজিত এ দুই দিনব্যাপী সম্মেলন শুরু হবে আগামী শনিবার (২ আগস্ট) এবং চলবে রবিবার (৩ আগস্ট) পর্যন্ত। সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

“শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকবিদ্যা” শীর্ষক এবারের সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মুগ্ধসহ সকল শহীদদের প্রতি। আয়োজকরা জানিয়েছেন, দেশ-বিদেশের উল্লেখযোগ্যসংখ্যক গবেষক এতে অংশ নিচ্ছেন এবং দুই দিনে দেড়শোর অধিক প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।

সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার প্রফেসর ড. মো. কামারুল কাবিলান বিন আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান খান এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নুরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।

এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুজ্জামান এবং খুলনার ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সম্মেলনের সভাপতিত্ব করবেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবির।

আয়োজকরা জানান, এ সম্মেলনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে কলা ও মানবিকবিদ্যার অন্তর্নিহিত শক্তিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মানবিক চেতনা ও সংলাপের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই সম্মেলন গবেষণা ও আন্তঃসংস্কৃতি বিনিময়ের একটি মূল্যবান প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেছেন।