দুইবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হওয়া যাবে না

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৪১:৪১ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭১৩ বার পড়া হয়েছে
দুইবারের প্রধানমন্ত্রী পরবর্তীতে রাষ্ট্রপতি হতে পারবে না বলে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এসব প্রস্তাব দেন। পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, সংবিধানে মূলনীতি থাকার দরকার আছে কি না সে বিষয়ে সংস্কার কমিশনের কাছে প্রশ্ন রেখেছে এনসিপি।

সকালে বৈঠকে নাহিদ ইসলাম বলেন, দেশে যেন আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সে জন্য জুলাই সনদ প্রয়োজন। তিনি বলেন, শুধু একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানো জুলাইয়ের উদ্দেশ্য ছিল না; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তই ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা।

তিনি বলেন, অভ্যুত্থানের পরে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণ করা আমাদের অঙ্গীকার।

বৈঠকে নাহিদ‌ ইসলামের নেতৃত্বে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারোয়ার তুষার, নাসিরউদ্দিন পাটোয়ারী, জাবেদ রাশেল, নিভা ও সামান্তা শারমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুইবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হওয়া যাবে না

আপডেট সময় : ০৭:৪১:৪১ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
দুইবারের প্রধানমন্ত্রী পরবর্তীতে রাষ্ট্রপতি হতে পারবে না বলে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এসব প্রস্তাব দেন। পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, সংবিধানে মূলনীতি থাকার দরকার আছে কি না সে বিষয়ে সংস্কার কমিশনের কাছে প্রশ্ন রেখেছে এনসিপি।

সকালে বৈঠকে নাহিদ ইসলাম বলেন, দেশে যেন আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সে জন্য জুলাই সনদ প্রয়োজন। তিনি বলেন, শুধু একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানো জুলাইয়ের উদ্দেশ্য ছিল না; বরং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তই ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষা।

তিনি বলেন, অভ্যুত্থানের পরে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণ করা আমাদের অঙ্গীকার।

বৈঠকে নাহিদ‌ ইসলামের নেতৃত্বে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারোয়ার তুষার, নাসিরউদ্দিন পাটোয়ারী, জাবেদ রাশেল, নিভা ও সামান্তা শারমিন।