সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ রবিবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট চত্ত্বরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষনে অপ্রাসঙ্গিক অংশ বাদ দেবার দাবী জানানো হয়। তাছাড়াও রায়কে কেন্দ্র করে একটি সুবিধা বাদী মহল আজ বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের এই হীন কার্য্য বাংলার মাটিতে কোন দিনই কার্য্যকরী হতে দেবে না এদেশের জনগন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে আগামী ১৬/১৭ আগষ্টে পুনরায় প্রতিবাদ সভার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এ্যাডঃ রজব আলী সরকার, সাধারন সম্পাদক এ্যাডঃ গোলাম হায়দার, সিরাজগঞ্জ জেলা আইনজীবির সভাপতি, এ্যাডঃ রেজাউল করিম রাখাল, সাধারন সম্পাদক এ্যাডঃ কায়সার আহম্মেদ লিটন, এপিপি আব্দুর রউফ পান্না, এ্যাডঃ বিমল কুমার দাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্যইবুনালের পিপি এ্যাডঃ আব্দুল হামিদ লাভলু এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডঃ আব্দুর রহমান প্রমূখ।