নিউজ ডেস্ক:
পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ফাইনাল লাহোরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের খেলতে না যাওয়া ঘোষণা দিয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বেশিরভাগ বিদেশি ক্রিকেটার।
এই দলে রয়েছেন কোয়েটার অন্যতম সেরা তারকা ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন, লুক রাইট ও টাইমাল মিলস। টুইটারে তারা এই ঘোষণা দিয়েছেন।
কোয়েটার সাবেক কিউই অফস্পিনার নাথান ম্যাককালামও ৫ মার্চ লাহোরের ফাইনালে খেলতে যাচ্ছেন না। যদিও কোয়েটার হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি তিনি। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। ২৫৫ রান নিয়ে রুশো এখন পর্যন্ত কোয়েটার সর্বোচ্চ রান সংগ্রাহক এই প্রোটিয়া ব্যাটসম্যান।