ঝিনাইদহের হামলায় আহত আরও এক আ.লীগ নেতার মৃত্যু, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪০:৫২ অপরাহ্ণ, সোমবার, ৮ জুন ২০২০
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুরে আওয়ামী লীগের মাসুম গ্রুপের হামলায় আহত আওয়ামী লীগের নেতা নুর ইসলাম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই গ্রামে দুইজন মারা গেলেন। নিহত নুর ইসলাম হরিশংকরপুর গ্রামের রিয়াজুল বিশ^াসের ছেলে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের দুই গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের সমর্থকেরা। ঘটনার দিন আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসার পর মারা যান। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ভাঙচুর ও লুটপাট। অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ফরিদের নেতৃত্বে শত শত নারী-পুরুষ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তাঁরা গরু, ছাগল, আসবাবপত্র, ধান-চাল লুট করে নিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের গ্রাম থেকে লোক এসে এ ভাঙচুর চালায়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তারপর থেকে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে আলাপ শেখ নিহতের ঘটনায় শুক্রবার রাতে আলাপ শেখের ভাই গোলাপ শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তির নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহের হামলায় আহত আরও এক আ.লীগ নেতার মৃত্যু, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

আপডেট সময় : ০৭:৪০:৫২ অপরাহ্ণ, সোমবার, ৮ জুন ২০২০

নিউজ ডেস্ক:

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুরে আওয়ামী লীগের মাসুম গ্রুপের হামলায় আহত আওয়ামী লীগের নেতা নুর ইসলাম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই গ্রামে দুইজন মারা গেলেন। নিহত নুর ইসলাম হরিশংকরপুর গ্রামের রিয়াজুল বিশ^াসের ছেলে।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের দুই গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের সমর্থকেরা। ঘটনার দিন আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসার পর মারা যান। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ভাঙচুর ও লুটপাট। অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ফরিদের নেতৃত্বে শত শত নারী-পুরুষ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তাঁরা গরু, ছাগল, আসবাবপত্র, ধান-চাল লুট করে নিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের গ্রাম থেকে লোক এসে এ ভাঙচুর চালায়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তারপর থেকে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে আলাপ শেখ নিহতের ঘটনায় শুক্রবার রাতে আলাপ শেখের ভাই গোলাপ শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তির নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে।