কম খরচে মিলবে কৃত্রিম কিডনি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দীর্ঘদিন ধরেই কৃত্রিম কিডনি তৈরির চেষ্টা হচ্ছে। সুখবর হলো, সেই কৃত্রিম কিডনি বাজারে আসার জন্য অনেকটাই তৈরি। আর এই কিডনি একবার বাজারে এলে ডায়ালিসিসের যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে পারেন রোগীরা, প্রাণ বাঁচতে পারে অসংখ্য মানুষের।

মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া এই নকল কিডনি একাধিক পরীক্ষায় ইতিমধ্যেই পাশ করেছে। আমেরিকায় শতাধিক রোগীর শরীরে এই কিডনি ব্যবহার করে সুফল পাওয়া গেছে বলে জানিয়েছেন নকল কিডনির অন্যতম যৌথ আবিষ্কারক শুভ্র রায়।

তিনি জানান, এখন এই কৃত্রিম কিডনি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে হাতের মুঠোর মাপের এই কিডনি আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই বাজারে চলে আসতে পারে।

শুভ্র রায়

               এভাবেই শরীরে বসানো থাকবে নকল কিডনি ।

কৃত্রিম এই কিডনি একেবারে আসল কিডনির মতোই কাজ করবে। মানুষের পেটের মধ্যেই তা বসানো থাকবে। রক্ত পরিশোধন করা ছাড়াও হরমোন উৎপাদন, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করার মতো সব কাজই করবে এই কৃত্রিম কিডনি। চেন্নাইতে একটি অনুষ্ঠানে এমনই দাবি করেছেন নকল কিডনির অন্যতম আবিষ্কারক শুভ্র রায়। নতুন এই কিডনির বাইরে এমন একটি আবরণ রয়েছে যা রক্তকে পরিশোধন করে।

কিন্তু নকল এই কিডনির দাম কেমন পড়বে? কিডনির সমস্যায় আক্রান্তদের স্বস্তি দিয়ে শুভ্র রায় জানিয়েছেন, কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা ডায়ালিসিসের তুলনায় নকল কিডনি বসানোর খরচ অনেকটাই কম হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কম খরচে মিলবে কৃত্রিম কিডনি !

আপডেট সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

দীর্ঘদিন ধরেই কৃত্রিম কিডনি তৈরির চেষ্টা হচ্ছে। সুখবর হলো, সেই কৃত্রিম কিডনি বাজারে আসার জন্য অনেকটাই তৈরি। আর এই কিডনি একবার বাজারে এলে ডায়ালিসিসের যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে পারেন রোগীরা, প্রাণ বাঁচতে পারে অসংখ্য মানুষের।

মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া এই নকল কিডনি একাধিক পরীক্ষায় ইতিমধ্যেই পাশ করেছে। আমেরিকায় শতাধিক রোগীর শরীরে এই কিডনি ব্যবহার করে সুফল পাওয়া গেছে বলে জানিয়েছেন নকল কিডনির অন্যতম যৌথ আবিষ্কারক শুভ্র রায়।

তিনি জানান, এখন এই কৃত্রিম কিডনি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে হাতের মুঠোর মাপের এই কিডনি আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই বাজারে চলে আসতে পারে।

শুভ্র রায়

               এভাবেই শরীরে বসানো থাকবে নকল কিডনি ।

কৃত্রিম এই কিডনি একেবারে আসল কিডনির মতোই কাজ করবে। মানুষের পেটের মধ্যেই তা বসানো থাকবে। রক্ত পরিশোধন করা ছাড়াও হরমোন উৎপাদন, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করার মতো সব কাজই করবে এই কৃত্রিম কিডনি। চেন্নাইতে একটি অনুষ্ঠানে এমনই দাবি করেছেন নকল কিডনির অন্যতম আবিষ্কারক শুভ্র রায়। নতুন এই কিডনির বাইরে এমন একটি আবরণ রয়েছে যা রক্তকে পরিশোধন করে।

কিন্তু নকল এই কিডনির দাম কেমন পড়বে? কিডনির সমস্যায় আক্রান্তদের স্বস্তি দিয়ে শুভ্র রায় জানিয়েছেন, কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা ডায়ালিসিসের তুলনায় নকল কিডনি বসানোর খরচ অনেকটাই কম হবে।