আশুলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা জেলার আব্দুল মালেকের স্ত্রী মরিয়ম, খুলনা জেলার ডাকোর গ্রামের আক্কাস আলীর ছেলে আব্বাস আলী ও অপরজন ঈগল পরিবহণের চালক, তার নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের সঙ্গে মরাগাঙ এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগমসহ তিনজন মারা যান। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ !

আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লা জেলার আব্দুল মালেকের স্ত্রী মরিয়ম, খুলনা জেলার ডাকোর গ্রামের আক্কাস আলীর ছেলে আব্বাস আলী ও অপরজন ঈগল পরিবহণের চালক, তার নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের সঙ্গে মরাগাঙ এলাকায় ঢাকাগামী ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম বেগমসহ তিনজন মারা যান। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।