চাঁপাইনবাবগঞ্জ থেকে আনসার আল ইসলাম এর ৩ জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২০
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ থেকে আনসার আল ইসলাম এর ৩ জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। শুক্রবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, আবুল হায়াত, মো. আব্দুল কুদ্দুস ও মো. আল-আমিন।

শনিবার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এতথ্য নিশ্চিত করেন। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী  বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়।

গ্রেফতারকৃত আবুল হায়াত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। চাঁপাইনবাবগঞ্জে তার নিজস্ব দোকান ও চেম্বার আছে। তিনি ৩ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সঙ্গে জড়িত। ‘খালিদ সাইফুল্লাহ’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে জঙ্গী কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

গ্রেফতারকৃত মো. আব্দুল কুদ্দুস জানান, তিনি পেশায় একজন ফার্মেসীর দোকানদার। ২ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃত মো. আল-আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পারিবারিকভাবে জঙ্গীবাদে জড়িত, গত ৪ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ থেকে আনসার আল ইসলাম এর ৩ জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

আপডেট সময় : ১২:১৭:৫৩ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ থেকে আনসার আল ইসলাম এর ৩ জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। শুক্রবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, আবুল হায়াত, মো. আব্দুল কুদ্দুস ও মো. আল-আমিন।

শনিবার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এতথ্য নিশ্চিত করেন। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী  বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়।

গ্রেফতারকৃত আবুল হায়াত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। চাঁপাইনবাবগঞ্জে তার নিজস্ব দোকান ও চেম্বার আছে। তিনি ৩ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সঙ্গে জড়িত। ‘খালিদ সাইফুল্লাহ’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে জঙ্গী কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

গ্রেফতারকৃত মো. আব্দুল কুদ্দুস জানান, তিনি পেশায় একজন ফার্মেসীর দোকানদার। ২ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃত মো. আল-আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পারিবারিকভাবে জঙ্গীবাদে জড়িত, গত ৪ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত।