এপ্রিলেই হতে পারে ড. ইউনূস-মোদির বৈঠক!

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৮:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

চলতি বছরের ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা (বিমসটেক) শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের ফাঁকেই আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে এ দুই নেতার।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীতে এক ব্রিফিংয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে অবশ্য ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেন।

আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ব্যাংকক সফর চূড়ান্ত হলেও মোদির সঙ্গে বৈঠক নিশ্চিত নয়।

তিনি বলেন, সম্মেলন হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কিছু বলা যাচ্ছে না, তবে প্রধান উপদেষ্টা বিমসটেক সম্মেলনে যোগ দেবেন, এটি নিশ্চিত।

গত বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলন হওয়ার কথা ছিল। তবে দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়। সে সময় ড. ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তখনও মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছিল। পরবর্তীতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও মোদির সাক্ষাতের সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবায়িত হয়নি, কারণ তারা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত ছিলেন না।

এদিকে, বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে জানিয়েছেন, বিমসটেক কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। আসন্ন শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেকের সভাপতি হতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এপ্রিলেই হতে পারে ড. ইউনূস-মোদির বৈঠক!

আপডেট সময় : ০৩:১৮:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অনলাইন ডেস্ক:

চলতি বছরের ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা (বিমসটেক) শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের ফাঁকেই আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা রয়েছে এ দুই নেতার।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীতে এক ব্রিফিংয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে অবশ্য ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেন।

আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ব্যাংকক সফর চূড়ান্ত হলেও মোদির সঙ্গে বৈঠক নিশ্চিত নয়।

তিনি বলেন, সম্মেলন হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কিছু বলা যাচ্ছে না, তবে প্রধান উপদেষ্টা বিমসটেক সম্মেলনে যোগ দেবেন, এটি নিশ্চিত।

গত বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলন হওয়ার কথা ছিল। তবে দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়। সে সময় ড. ইউনূসের প্রথম বিদেশ সফর হিসেবে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তখনও মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছিল। পরবর্তীতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও মোদির সাক্ষাতের সম্ভাবনা তৈরি হলেও তা বাস্তবায়িত হয়নি, কারণ তারা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত ছিলেন না।

এদিকে, বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে জানিয়েছেন, বিমসটেক কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। আসন্ন শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেকের সভাপতি হতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।