শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

বাঁশ ফেলে মহাখালী-গুলশান রোড অবরোধ করেছেন তিতুমীর শিক্ষার্থীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৩৪ বার পড়া হয়েছে
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে সোমবার (৩ ফেব্রুয়ারি) সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ অবরোধ করেন, ফলে ওই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

এসময় তারা রাস্তায় বাঁশ ফেলে হ্যান্ডমাইকে ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

আন্দোলনকারীরা জানান, সরস্বতী পূজার কারণে তারা কর্মসূচি কিছুটা দেরিতে শুরু করেছেন। শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করে বলেন, “রাজপথে না নামলে কোনো দাবি বাস্তবায়ন হয় না।” তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এছাড়া দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন।

শিক্ষার্থীরা জানান, কিছুক্ষণের মধ্যেই আমতলী ও গুলশান-১ নম্বর সড়কও অবরোধ করে উত্তর ব্লকেড কর্মসূচি শুরু করা হবে।

এদিকে, অনশন কর্মসূচির ফলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সকালে অসুস্থ হয়ে পড়া দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

বাঁশ ফেলে মহাখালী-গুলশান রোড অবরোধ করেছেন তিতুমীর শিক্ষার্থীরা

আপডেট সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে সোমবার (৩ ফেব্রুয়ারি) সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ অবরোধ করেন, ফলে ওই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

এসময় তারা রাস্তায় বাঁশ ফেলে হ্যান্ডমাইকে ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

আন্দোলনকারীরা জানান, সরস্বতী পূজার কারণে তারা কর্মসূচি কিছুটা দেরিতে শুরু করেছেন। শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করে বলেন, “রাজপথে না নামলে কোনো দাবি বাস্তবায়ন হয় না।” তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এছাড়া দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন।

শিক্ষার্থীরা জানান, কিছুক্ষণের মধ্যেই আমতলী ও গুলশান-১ নম্বর সড়কও অবরোধ করে উত্তর ব্লকেড কর্মসূচি শুরু করা হবে।

এদিকে, অনশন কর্মসূচির ফলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সকালে অসুস্থ হয়ে পড়া দুইজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।