শিরোনাম :

মেসির চেয়ে নেইমার বড় মানের ফুটবলার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫৩:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্রাজিলের সুপারস্টার নেইমার নতুন করে আলোচনায় এসেছেন। পিএসজির বিপক্ষে জোড়া গোল করে চলতি মৌসুমে গোল বন্যা বইয়ে না দিতে পারার আক্ষেপ ঘুচেছে। ফুটবল বিশ্লেষকরা তাকে ভবিষ্যতের কিংবদন্তি হিসেবে দেখছেন। এমতাবস্থায় নেইমারকে নিয়ে এক মন্তব্য করে বসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক্সপ্রেস ইউকে সাক্ষাতকারে তিনি বললেন, নেইমারের বার্সা সতীর্থ ফুটবল জাদুকর মেসির চাইতে নেইমার অনেক বড় ফুটবলার!

গত রাতের ম্যাচে দেপোর্তিভোর কাছে ২-১ ব্যবধানে হেরেছে ইতিহাস গড়া বার্সেলোনা। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি নেইমার। একমাত্র গোলটি করেছিলেন উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেস। একই দিনে রিয়াল বেতিসকে হারিয়ে পয়েন্ট তালিকায় বার্সাকে পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদ। নেইমার বিহীন বার্সার এই পরাজয়ে নাকি মোটেও অবাক হননি রোনালদো। তার মতে, ব্রাজিলের এই তরুণ তুর্কী শীঘ্রই মেসিকে হটিয়ে বার্সার প্রধান ফুটবলার হয়ে উঠবেন।

গত কয়েক সপ্তাহ ধরেই বার্সেলোনায় আবারও আলোচনায় আসছেন নেইমার। যদিও গত ৩৪টি ম্যাচে মাত্র ১৪টি গোল করেছেন তিনি। রোনালদো মনে করেন, নেইমারের খারাপ সময় কেটে যাচ্ছে। খারাপ সময়ে হাল ছেড়ে না দেওয়ার উদাহারণ হিসেবে রিয়াল মাদ্রিদেও নাকি নেইমারের নাম ব্যবহার করা হয়। রোনালদোর এই বক্তব্যের পর অবশ্য অনেকেই বলছেন, মেসির প্রতি ঈর্শাকাতর হয়েই রোনালদো এমন মন্তব্য করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের মানোন্নয়নে হচ্ছে টাস্কফোর্স

মেসির চেয়ে নেইমার বড় মানের ফুটবলার !

আপডেট সময় : ০৪:৫৩:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

ব্রাজিলের সুপারস্টার নেইমার নতুন করে আলোচনায় এসেছেন। পিএসজির বিপক্ষে জোড়া গোল করে চলতি মৌসুমে গোল বন্যা বইয়ে না দিতে পারার আক্ষেপ ঘুচেছে। ফুটবল বিশ্লেষকরা তাকে ভবিষ্যতের কিংবদন্তি হিসেবে দেখছেন। এমতাবস্থায় নেইমারকে নিয়ে এক মন্তব্য করে বসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক্সপ্রেস ইউকে সাক্ষাতকারে তিনি বললেন, নেইমারের বার্সা সতীর্থ ফুটবল জাদুকর মেসির চাইতে নেইমার অনেক বড় ফুটবলার!

গত রাতের ম্যাচে দেপোর্তিভোর কাছে ২-১ ব্যবধানে হেরেছে ইতিহাস গড়া বার্সেলোনা। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি নেইমার। একমাত্র গোলটি করেছিলেন উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেস। একই দিনে রিয়াল বেতিসকে হারিয়ে পয়েন্ট তালিকায় বার্সাকে পেছনে ফেলেছে রিয়াল মাদ্রিদ। নেইমার বিহীন বার্সার এই পরাজয়ে নাকি মোটেও অবাক হননি রোনালদো। তার মতে, ব্রাজিলের এই তরুণ তুর্কী শীঘ্রই মেসিকে হটিয়ে বার্সার প্রধান ফুটবলার হয়ে উঠবেন।

গত কয়েক সপ্তাহ ধরেই বার্সেলোনায় আবারও আলোচনায় আসছেন নেইমার। যদিও গত ৩৪টি ম্যাচে মাত্র ১৪টি গোল করেছেন তিনি। রোনালদো মনে করেন, নেইমারের খারাপ সময় কেটে যাচ্ছে। খারাপ সময়ে হাল ছেড়ে না দেওয়ার উদাহারণ হিসেবে রিয়াল মাদ্রিদেও নাকি নেইমারের নাম ব্যবহার করা হয়। রোনালদোর এই বক্তব্যের পর অবশ্য অনেকেই বলছেন, মেসির প্রতি ঈর্শাকাতর হয়েই রোনালদো এমন মন্তব্য করেছেন।