ঢাবিতে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩২:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
  • ৭৩১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনারের নিকটবর্তী জিমনেসিয়াম এলাকায় গাছের ডাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর, তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি গাছ থেকে নামান। এর আগে, সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা সকালে ক্লাসে আসার পথে কিছু মানুষ উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলেন। কাছে গিয়ে দেখি একটি লাশ গাছের ডালে ঝুলছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক খুঁটির কাছেও মরদেহটি ছিল, অনেক ওপরে ঝুলছিল।

ফায়ার সার্ভিস জানায়, মরদেহটি সম্ভবত কোনো ভবঘুরে ব্যক্তির, এবং তার বয়স ৫০ এর কাছাকাছি। তবে, এ মুহূর্তে তার পরিচয় সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করার পর ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, মৃত্যুর কারণ জানতে লাশের পোস্টমর্টেম করা হবে। আমাদের কোনো কাজ নেই, তবে নিহতের নাম-পরিচয় এবং পোস্টমর্টেম রিপোর্ট থানাকে জানিয়ে রাখতে বলেছি।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ জানান, মরদেহটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে এবং মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব হয়নি।

ট্যাগস :

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

ঢাবিতে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩২:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনারের নিকটবর্তী জিমনেসিয়াম এলাকায় গাছের ডাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর, তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি গাছ থেকে নামান। এর আগে, সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা সকালে ক্লাসে আসার পথে কিছু মানুষ উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলেন। কাছে গিয়ে দেখি একটি লাশ গাছের ডালে ঝুলছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক খুঁটির কাছেও মরদেহটি ছিল, অনেক ওপরে ঝুলছিল।

ফায়ার সার্ভিস জানায়, মরদেহটি সম্ভবত কোনো ভবঘুরে ব্যক্তির, এবং তার বয়স ৫০ এর কাছাকাছি। তবে, এ মুহূর্তে তার পরিচয় সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করার পর ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, মৃত্যুর কারণ জানতে লাশের পোস্টমর্টেম করা হবে। আমাদের কোনো কাজ নেই, তবে নিহতের নাম-পরিচয় এবং পোস্টমর্টেম রিপোর্ট থানাকে জানিয়ে রাখতে বলেছি।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ জানান, মরদেহটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে এবং মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব হয়নি।