ফের সীমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৪:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • ৭২৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আম গাছের ডাল কাটা নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আজ ১৮ জানুয়ারি শনিবার, শূন্যরেখায় দুই দেশের নাগরিকদের মধ্যে এ উত্তেজনার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভারতের কিছু নাগরিক সীমান্তের শূন্যরেখায় প্রবেশ করে বাংলাদেশ অংশে আম গাছের ডাল কেটে ফেলে। বাংলাদেশের নাগরিকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা পাথর, ইটপাটকেল ছাড়াও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। দুপুর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনা শোনার পর ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য পাঠানো হয়েছে। তারা উভয় পক্ষকে সীমান্ত থেকে সরানোর জন্য কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফের সীমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৫:১৪:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আম গাছের ডাল কাটা নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আজ ১৮ জানুয়ারি শনিবার, শূন্যরেখায় দুই দেশের নাগরিকদের মধ্যে এ উত্তেজনার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভারতের কিছু নাগরিক সীমান্তের শূন্যরেখায় প্রবেশ করে বাংলাদেশ অংশে আম গাছের ডাল কেটে ফেলে। বাংলাদেশের নাগরিকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছে অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা পাথর, ইটপাটকেল ছাড়াও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। দুপুর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনা শোনার পর ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য পাঠানো হয়েছে। তারা উভয় পক্ষকে সীমান্ত থেকে সরানোর জন্য কাজ করছে।