চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জীবননগরে ফুল চাষীদের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক । মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার বাকা ইউনিয়নের বাঁকা মাঠে এ মতবিনিময় সভা করেন।
জীবননগর উপজেলা নিবাহী অফিসার মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলার কৃষিসম্পসরণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ রায়,জীবননগর উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আরিফ হোসেন,কৃষি সম্পসারণ কমকতা পাভেল হোসেন, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল বাশার ।
অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষক রশিদুল ইসলাম,খোরশেদ আলম প্রমুখ।