শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

হলুদের সমারোহে ছেয়ে গেছে শেরপুরের ফসলের মাঠ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৮:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৭৩২ বার পড়া হয়েছে

আরফান আলী, শেরপুর:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় হলুদ রঙে সেজেছে বিভিন্ন গ্রাম। এ যেন হলুদের রাজ্য। সরিষা ফুলের মুগ্ধতা উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমিরা। এখানে চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের সরিষার বাম্পার ফলনের আশা করছে উপজেলা কৃষি অফিস ও স্থানীয় চাষিরা।

মাঠে প্রান্তরে যেদিকে চোখ যাচ্ছে হলুদ রঙের সরিষা ফুলের চোখ ধাঁধানো বর্ণিল সাঁজ। দিগন্ত জোড়া মাঠে এখন শুধুই হলুদের সমারোহ। সরিষার ফুল থেকে মৌমাছিসহ বিভিন্ন পোকা-মাকড়, পাখির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে সরিষার উৎপাদন বেশি হয়। তবে এবছর অনেক এলাকায় সরিষার আবাদ কম। যেখানে সরিষা উৎপাদন করার কথা ছিলো সেখানে ভুট্টা এবং কলা চাষ করছেন কৃষকরা।

এ উপজেলায় বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং চাষের পরিবেশ অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা। সরিষা উৎপাদনে সার কম প্রয়োগ করতে হয়। সেচ, নিড়ানী ও কীটনাশকের খুব একটা প্রয়োজন হয় না। তাই অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। এছাড়াও সরিষার আবাদের ফলে জমির উর্বরতাও বৃদ্ধি পায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় সরিষা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২ শত ৪৪ হেক্টর। উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিরতণ করা হয়। এবার এই উপজেলায় বারি সরিষা-১৪, ১৭, বিনা-৪ এবং স্থানীয় জাতের চাষ করা হয়েছে। প্রতি বছরই শ্রীবরদীতে সরিষার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।

কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা বোর ধানের জমিতে আগাম এই ফসলের চাষ করে কৃষকরা অতিরিক্ত মুনাফা ঘরে তুলছেন।  কৃষক সাদ্দাম মিয়া, আজিজুল, রাজু মিয়ার সাথে কথা হলে তারা জানান, সরিষা মৌসুমে ধান চাষের উপযুক্ত জমিতে আমরা সরিষার আবাদ করছি। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছি। অপরদিকে সরিষা তোলার পর আবার সেই জমিতে বোরো ধান রোপণ করা যায়। এতে করে আমরা অধিক লাভবান হচ্ছি।

এছাড়াও স্থানীয় কৃষি অফিস থেকে আমাদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। ডিপ্লোমা কৃষিবিদ জাকারিয়া খাঁন জাহিদ বলেন, শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছি আবহাওয়া অনুকূলে থাকায় এবার এই উপজেলায় সরিষার খুব ভালো ফলন হয়েছে।

প্রাকৃতিক কোনো দূর্যোগ না হলে কৃষকরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন জানান, আমন ধান কাটার পর সেই জমিতে সরিষা চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন । মাত্র ৮০ থেকে ৮২ দিনের মধ্যে ফসল তোলা যায়, সাথে জমির উর্বরতাও বৃদ্ধি পায়। কম খরচে বেশি লাভজনক ফসল সরিষা। উপজেলায় দিনদিন সরিষা চাষের আবাদ বেড়েই চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

হলুদের সমারোহে ছেয়ে গেছে শেরপুরের ফসলের মাঠ

আপডেট সময় : ১১:২৮:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আরফান আলী, শেরপুর:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় হলুদ রঙে সেজেছে বিভিন্ন গ্রাম। এ যেন হলুদের রাজ্য। সরিষা ফুলের মুগ্ধতা উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমিরা। এখানে চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের সরিষার বাম্পার ফলনের আশা করছে উপজেলা কৃষি অফিস ও স্থানীয় চাষিরা।

মাঠে প্রান্তরে যেদিকে চোখ যাচ্ছে হলুদ রঙের সরিষা ফুলের চোখ ধাঁধানো বর্ণিল সাঁজ। দিগন্ত জোড়া মাঠে এখন শুধুই হলুদের সমারোহ। সরিষার ফুল থেকে মৌমাছিসহ বিভিন্ন পোকা-মাকড়, পাখির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে সরিষার উৎপাদন বেশি হয়। তবে এবছর অনেক এলাকায় সরিষার আবাদ কম। যেখানে সরিষা উৎপাদন করার কথা ছিলো সেখানে ভুট্টা এবং কলা চাষ করছেন কৃষকরা।

এ উপজেলায় বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং চাষের পরিবেশ অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা। সরিষা উৎপাদনে সার কম প্রয়োগ করতে হয়। সেচ, নিড়ানী ও কীটনাশকের খুব একটা প্রয়োজন হয় না। তাই অল্প খরচে বেশি লাভবান হওয়া যায়। এছাড়াও সরিষার আবাদের ফলে জমির উর্বরতাও বৃদ্ধি পায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় সরিষা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২ শত ৪৪ হেক্টর। উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিরতণ করা হয়। এবার এই উপজেলায় বারি সরিষা-১৪, ১৭, বিনা-৪ এবং স্থানীয় জাতের চাষ করা হয়েছে। প্রতি বছরই শ্রীবরদীতে সরিষার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।

কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা বোর ধানের জমিতে আগাম এই ফসলের চাষ করে কৃষকরা অতিরিক্ত মুনাফা ঘরে তুলছেন।  কৃষক সাদ্দাম মিয়া, আজিজুল, রাজু মিয়ার সাথে কথা হলে তারা জানান, সরিষা মৌসুমে ধান চাষের উপযুক্ত জমিতে আমরা সরিষার আবাদ করছি। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছি। অপরদিকে সরিষা তোলার পর আবার সেই জমিতে বোরো ধান রোপণ করা যায়। এতে করে আমরা অধিক লাভবান হচ্ছি।

এছাড়াও স্থানীয় কৃষি অফিস থেকে আমাদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। ডিপ্লোমা কৃষিবিদ জাকারিয়া খাঁন জাহিদ বলেন, শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছি আবহাওয়া অনুকূলে থাকায় এবার এই উপজেলায় সরিষার খুব ভালো ফলন হয়েছে।

প্রাকৃতিক কোনো দূর্যোগ না হলে কৃষকরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন জানান, আমন ধান কাটার পর সেই জমিতে সরিষা চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন । মাত্র ৮০ থেকে ৮২ দিনের মধ্যে ফসল তোলা যায়, সাথে জমির উর্বরতাও বৃদ্ধি পায়। কম খরচে বেশি লাভজনক ফসল সরিষা। উপজেলায় দিনদিন সরিষা চাষের আবাদ বেড়েই চলছে।