শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

ঢাবি ছাত্রলীগের সহসভাপতি গুলিবিদ্ধ!

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০৭:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল-জোবায়ের গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, ‘শনিবার রাত ১টার দিকে পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। ব্যান্ডবেইজ অফিসের সামনে জোবায়েরকে গুলি করা হয়। তখন আমাদের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) জাফর আলী বিশ্বাস ওই এলাকায় ডিউটিতে ছিলেন। পরে তিনি টহলরত পুলিশ টিমসহ ঘটনাস্থলে যান এবং জোবায়েরকে মেডিক্যাল নিয়ে যান। বর্তমানে সেখানে পুলিশ রয়েছে। তবে এখন পর্যন্ত কে বা কারা এ গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’

ঘটনার সময় মোটরসাইকেলে জোবায়েরের সঙ্গে আরো দুজন ছিল বলে জানা যায়। তারা হলেন- মুহসিন হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম এবং সহসভাপতি আবু সাইদ। জোবায়ের নিজেও মহসিন হলের আবাসিক ছাত্র। তিনি স্বাস্থ্য-অর্থনীতিতে পড়ছেন।

জহিরুল ইসলাম বলেন, ‘আমরা তিন বন্ধু মোটরসাইকেলে করে হলে ফিরছিলাম। ব্যান্ডবেইজ অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কার সামনে এসে আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। প্রাইভেট কার থেকে অস্ত্রধারী দুব্যক্তি বেরিয়ে আসে এবং তাদের একজন জোবায়েরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি জোবায়েরের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়।’ তবে ঘটনাটি ছিনতাই নাকি অন্য কিছু, সে বিষয়ে জহিরুল নিশ্চিত নন বলে জানান।

এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানান ডিউটি অফিসার মাহফুজুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

ঢাবি ছাত্রলীগের সহসভাপতি গুলিবিদ্ধ!

আপডেট সময় : ০৬:০৭:১৫ অপরাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল-জোবায়ের গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, ‘শনিবার রাত ১টার দিকে পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। ব্যান্ডবেইজ অফিসের সামনে জোবায়েরকে গুলি করা হয়। তখন আমাদের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) জাফর আলী বিশ্বাস ওই এলাকায় ডিউটিতে ছিলেন। পরে তিনি টহলরত পুলিশ টিমসহ ঘটনাস্থলে যান এবং জোবায়েরকে মেডিক্যাল নিয়ে যান। বর্তমানে সেখানে পুলিশ রয়েছে। তবে এখন পর্যন্ত কে বা কারা এ গুলি করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’

ঘটনার সময় মোটরসাইকেলে জোবায়েরের সঙ্গে আরো দুজন ছিল বলে জানা যায়। তারা হলেন- মুহসিন হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম এবং সহসভাপতি আবু সাইদ। জোবায়ের নিজেও মহসিন হলের আবাসিক ছাত্র। তিনি স্বাস্থ্য-অর্থনীতিতে পড়ছেন।

জহিরুল ইসলাম বলেন, ‘আমরা তিন বন্ধু মোটরসাইকেলে করে হলে ফিরছিলাম। ব্যান্ডবেইজ অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কার সামনে এসে আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। প্রাইভেট কার থেকে অস্ত্রধারী দুব্যক্তি বেরিয়ে আসে এবং তাদের একজন জোবায়েরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি জোবায়েরের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়।’ তবে ঘটনাটি ছিনতাই নাকি অন্য কিছু, সে বিষয়ে জহিরুল নিশ্চিত নন বলে জানান।

এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানান ডিউটি অফিসার মাহফুজুর রহমান।