শিরোনাম :
Logo রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবীতে বিক্ষোভ ও পথসভা Logo বিলুপ্তির পথে মুন্ডাদের মাতৃভাষা, বিপন্ন ভাষা সংরক্ষনে মুন্ডা জনগোষ্ঠীর সাথে মত বিনিময় Logo কচুয়ার পালাখাল বাজারে দিন-দুপুরে দুটি হার্ডওয়ার দোকানে দুর্ধুর্ষ চুরি ! Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯নং বালিয়া ইউনিয়ন সম্মেলন Logo ঘুম থেকে জেগে দেখেন বাড়ির দুয়ারে বিশাল জাহাজ! Logo ইবিতে তারুণ্যের বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী Logo জনসমক্ষে ছবি-ভিডিও নিয়ে গণহত্যা’র প্রমাণ দিতে গিয়ে ফেঁসে গেলেন ট্রাম্প Logo গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া Logo চিঠি পাঠিয়ে ইসরায়েলকে হুমকি দিল ইরান Logo হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে গেলো বিদেশি শিক্ষার্থী ভর্তির পথ

কর্ণফুলীতে যুবদল দলের আহ্বায়কসহ ৪ জনের বিরুদ্ধে জিডি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলীতে ফেসবুক স্ট্যাটাস (পোস্ট) দেওয়াকে কেন্দ্র করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুন্নবী তানভীরের বাড়িতে গিয়ে মারমুখী আচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) রাতে কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নুরুন্নবী। যার জিডি নং- ১৪৪৭।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

জিডিতে নুরুল ইসলামসহ আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন – উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাহার উদ্দীন (৪০), শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুর রহমান (৬২) ও বাহারের মামা কালো মিয়া (৫৮)।

জিডিতে উল্লেখ করা হয়, অভিযোগকারী নুরুন্নবী তানভীরের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে অভিযুক্তরা শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নুরুন্নবী তানভীরের বাড়িতে গিয়ে মারমুখী আচরণ এবং প্রকাশ্যে নুরুন্নবী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী যুবদল নেতা নুরুন্নবী বলেন, কিছুদিন আগে বিএনপি নেতা জসীম উদ্দিন জুয়েল দল থেকে বহিষ্কার হয়। এ খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এর আগে এস এম মামুন মিয়ার পদ স্থগিত করার নিউজগুলোও আমার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাদের সাথে আমার কথা-কাটাকাটি হয় এবং তারা এসব ডিলেট করার জন্য বলেন।

পরে তারা শনিবার আমার বাড়িতে এসে আমি ও আমার পরিবারের সদস্যের মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে যায়। এর পরের দিন রবিবার রাতে বাহারের মামা কালো মিয়া আমাকে মারার জন্য মাতাল অবস্থায় দা হাতে নিয়ে তেড়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত কর্ণফুলী উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম মেম্বার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তানভীরের সাথে গত এক বছরেও আমার ফোনে কোনো কথা হয়নি। আপনারা আমার ফোনটি চেক করে দেখতে পারবেন। আর বাহারের সাথে ওর যে ঝামেলাটা হয়েছিল বরং সেটি শুনার পর আমি তানভীরের নেতা টি এম জসিমের কথায় সেটি সমাধানের চেষ্টা করেছি। এখন তো নিউজ হলে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। যার কারণে তারা মিথ্যা অভিযোগ এনে আমাকেও বহিষ্কারের চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, অভিযোগকারী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী তানভীর দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের অনুসারী। অভিযুক্তরা উপজেলা বিএনপির আহ্বায়ক (স্থগিত হওয়া) এস এম মামুন মিয়ার অনুসারী।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, হুমকির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবীতে বিক্ষোভ ও পথসভা

কর্ণফুলীতে যুবদল দলের আহ্বায়কসহ ৪ জনের বিরুদ্ধে জিডি

আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের কর্ণফুলীতে ফেসবুক স্ট্যাটাস (পোস্ট) দেওয়াকে কেন্দ্র করে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুন্নবী তানভীরের বাড়িতে গিয়ে মারমুখী আচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) রাতে কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নুরুন্নবী। যার জিডি নং- ১৪৪৭।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

জিডিতে নুরুল ইসলামসহ আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন – উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাহার উদ্দীন (৪০), শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুর রহমান (৬২) ও বাহারের মামা কালো মিয়া (৫৮)।

জিডিতে উল্লেখ করা হয়, অভিযোগকারী নুরুন্নবী তানভীরের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে অভিযুক্তরা শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নুরুন্নবী তানভীরের বাড়িতে গিয়ে মারমুখী আচরণ এবং প্রকাশ্যে নুরুন্নবী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী যুবদল নেতা নুরুন্নবী বলেন, কিছুদিন আগে বিএনপি নেতা জসীম উদ্দিন জুয়েল দল থেকে বহিষ্কার হয়। এ খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এর আগে এস এম মামুন মিয়ার পদ স্থগিত করার নিউজগুলোও আমার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাদের সাথে আমার কথা-কাটাকাটি হয় এবং তারা এসব ডিলেট করার জন্য বলেন।

পরে তারা শনিবার আমার বাড়িতে এসে আমি ও আমার পরিবারের সদস্যের মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে যায়। এর পরের দিন রবিবার রাতে বাহারের মামা কালো মিয়া আমাকে মারার জন্য মাতাল অবস্থায় দা হাতে নিয়ে তেড়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত কর্ণফুলী উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম মেম্বার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তানভীরের সাথে গত এক বছরেও আমার ফোনে কোনো কথা হয়নি। আপনারা আমার ফোনটি চেক করে দেখতে পারবেন। আর বাহারের সাথে ওর যে ঝামেলাটা হয়েছিল বরং সেটি শুনার পর আমি তানভীরের নেতা টি এম জসিমের কথায় সেটি সমাধানের চেষ্টা করেছি। এখন তো নিউজ হলে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। যার কারণে তারা মিথ্যা অভিযোগ এনে আমাকেও বহিষ্কারের চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, অভিযোগকারী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী তানভীর দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের অনুসারী। অভিযুক্তরা উপজেলা বিএনপির আহ্বায়ক (স্থগিত হওয়া) এস এম মামুন মিয়ার অনুসারী।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, হুমকির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।