শিরোনাম :
Logo যে কারণে বাংলাদেশকে দুর্ভাগা ভাবছেন আমিরাত অধিনায়ক Logo ইউরোপের দেশ গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে গ্রিসের ক্রিট উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে, এই ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি রয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূকম্পন কেন্দ্র বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার। তবে এদিন কম্পনের মাত্রা নিয়ে দু’রকম তথ্য উঠে আসছে। গ্রিসের জিওডায়নামিক্স ইনস্টিটিউট-এর বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। অন্যদিকে, ইএসএমসি জানিয়েছে যে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের তীব্রতার কারণে, তুরস্ক, লেবানন, মিশর এবং ইসরায়েলের মতো প্রতিবেশী দেশগুলোতেও কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের পর, সম্ভাব্য সুনামির সম্ভাবনার কারণে বাসিন্দা এবং পর্যটকদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই গ্রিসের দক্ষিণ উপকূলে ধারাবাহিকভাবে কম্পন অনুভূত হয়। এছাড়া ২০২৫ সালের ১৩ মে কাসোস দ্বীপের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। Logo ফরিদগঞ্জে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা Logo ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো গ্রিস, পার্শ্ববর্তী ৪ দেশেও কম্পন অনুভূত Logo তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অনশন Logo আলমডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা Logo ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করলো আমিরাত Logo চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরে যুক্ত হচ্ছে আফগানিস্তান Logo ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী হত্যা, আটক ১ Logo জাতীয় স্বার্থে স্পর্শকাতর-বিতর্কিত বিষয়গুলো সবাই এড়িয়ে চলি: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের ২ মাস: কতটা পূরণ হলো সাধারণের প্রত্যাশা?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৩:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ৭২৮ বার পড়া হয়েছে

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুই মাস পেরিয়ে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর গত ৮ আগস্ট শপথ নেয় ড. মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে দুই মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই দাবি সাধারণ মানুষের।

নিউজটোয়েন্টিফোরের ক্যামেরায় এমনটাই জানাচ্ছিলেন তারা। তারা বলছেন, ছাত্র অধিকারে মধ্যে এখনও কিছু বৈষম্য রয়ে গেছে। একইসাথে দেশের দুর্নীতিও রয়ে গেছে যেগুলো আমাদের উপদেষ্টাগণ এখনও দূর করতে পারেননি।

এমন আরেকজনের দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম অন্তত নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর দাম নাগালে আসবে। কিন্তু দাম তো কমেইনি উল্টো অতিরিক্ত বেড়ে গিয়েছে।

অনেকে আবার বলেন, এখনও অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সুচিকিৎসা দরকার। দেশের আইনশৃঙ্খলার অবস্থা এবং শিক্ষার অবস্থাও সুবিধাজনক অবস্থায় নেই।

সাধারণ মানুষ বলছেন, তাদের নিরাপত্তার বিষয়টা সরকারের সবার আগে ভাবা উচিৎ। একইসাথে কেউ যেন হয়রানির শিকার না হন সেদিনে সরকারের লক্ষ্য রাখা দরকার। মিথ্যা মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

তবে সামনের দিনগুলো অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

তবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, পূজায় এবার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। একইসাথে দ্রব্যমূল্য শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যে কারণে বাংলাদেশকে দুর্ভাগা ভাবছেন আমিরাত অধিনায়ক

অন্তর্বর্তী সরকারের ২ মাস: কতটা পূরণ হলো সাধারণের প্রত্যাশা?

আপডেট সময় : ০৮:৩৩:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দুই মাস পেরিয়ে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর গত ৮ আগস্ট শপথ নেয় ড. মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে দুই মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই দাবি সাধারণ মানুষের।

নিউজটোয়েন্টিফোরের ক্যামেরায় এমনটাই জানাচ্ছিলেন তারা। তারা বলছেন, ছাত্র অধিকারে মধ্যে এখনও কিছু বৈষম্য রয়ে গেছে। একইসাথে দেশের দুর্নীতিও রয়ে গেছে যেগুলো আমাদের উপদেষ্টাগণ এখনও দূর করতে পারেননি।

এমন আরেকজনের দাবি, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম অন্তত নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর দাম নাগালে আসবে। কিন্তু দাম তো কমেইনি উল্টো অতিরিক্ত বেড়ে গিয়েছে।

অনেকে আবার বলেন, এখনও অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সুচিকিৎসা দরকার। দেশের আইনশৃঙ্খলার অবস্থা এবং শিক্ষার অবস্থাও সুবিধাজনক অবস্থায় নেই।

সাধারণ মানুষ বলছেন, তাদের নিরাপত্তার বিষয়টা সরকারের সবার আগে ভাবা উচিৎ। একইসাথে কেউ যেন হয়রানির শিকার না হন সেদিনে সরকারের লক্ষ্য রাখা দরকার। মিথ্যা মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

তবে সামনের দিনগুলো অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

তবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, পূজায় এবার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। একইসাথে দ্রব্যমূল্য শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।