আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টে গেল প্রিজন ভ‌্যান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ২৪ আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান উল্টে গেছে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ওই আসামিদের নিয়ে গাজীপুরের কাশিমপুরে যাওয়ার পথে গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ‌্যানটি উল্টে যায়। এতে চালক কিছুটা আহত হয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ওই প্রিজনভ্যানে করে ২৪ আসামিকে কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। পথে তেজগাঁও সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় প্রিজনভ্যানটি। এতে সাতজন সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর আসামিসহ প্রিজনভ্যানটি তেজগাঁও থানা হেফাজতে নেওয়া হয়। পরে অন্য একটি প্রিজনভ্যানে করে আসামিদের কাশিমপুর কারাগারের দিকে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টে গেল প্রিজন ভ‌্যান !

আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ণ, শনিবার, ৪ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ২৪ আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান উল্টে গেছে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ওই আসামিদের নিয়ে গাজীপুরের কাশিমপুরে যাওয়ার পথে গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হননি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ‌্যানটি উল্টে যায়। এতে চালক কিছুটা আহত হয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ওই প্রিজনভ্যানে করে ২৪ আসামিকে কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। পথে তেজগাঁও সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় প্রিজনভ্যানটি। এতে সাতজন সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনার পর আসামিসহ প্রিজনভ্যানটি তেজগাঁও থানা হেফাজতে নেওয়া হয়। পরে অন্য একটি প্রিজনভ্যানে করে আসামিদের কাশিমপুর কারাগারের দিকে পাঠানো হয়েছে।