শিরোনাম :
Logo ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিসরুম ভাঙচুর Logo ইবিতে ঠিকাদারদের লাইসেন্স নবায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ Logo জবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আয় ১২ কোটি টাকা Logo বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন Logo আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo সরকার উদ্যোগ না নিলে আমরা বসে থাকব না: নাহিদ ইসলাম Logo সার্কের বিকল্প জোট গঠনে কাজ করছে চীন-পাকিস্তান, রয়েছে বাংলাদেশও Logo পহেলা জুলাই থেকে ৫ আগস্টের কর্মসূচি ঘিরে হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নতুন নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘তারুণ্য’ Logo সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত-৩০

বিশ্ব চলচ্চিত্রের কান উৎসবে স্বর্ণপাম জিতলেন জাস্টিন ত্রিয়েত।

  • আপডেট সময় : ১০:৫৬:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ৮২৩ বার পড়া হয়েছে

বিশ্ব চলচ্চিত্রের তীর্থভূমি হিসেবে পরিচিত কানে শনিবার সন্ধ্যায় পর্দা নামে এবারের উৎসবের। এবার ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি পাম ডি’অর জিতেছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত। ফরাসি থ্রিলার অ্যানাটমি অব আ ফল চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পান ত্রিয়েত।

এর মধ্য দিয়ে কানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে স্বর্ণপাম পেলেন ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত। একটি হত্যা রহস্য নিয়ে আদালত কক্ষের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে নির্মিত চলচ্চিত্র অ্যানাটমি অব আ ফল। এবারের আসরে ২১টি চলচ্চিত্র পরিচালকের মধ্যে ৭ জনই ছিলেন নারী।

ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই পুরস্কার পাওয়ার পর। এই পাম ডি’অর আমার জন্য অনেক কিছু। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এটা আমার জন্য এবং আমার পুরো টিমের জন্য অনেক বড় পুরস্কার।

কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যঁ প্রি জিতেছে ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জোনাথন গ্লেজারের, দ্য জোন অব ইন্টারেস্ট। উইম ওয়েন্ডারে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো। আর সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন তুর্কি তারকা মারভে দিজদার।

এছাড়া পুরস্কৃত করা হয়েছে অন্যান্য বিভাগের বিজয়ীদের। তবে এবারের কান উৎসব বাড়তি গুরুত্ব বহন করছে জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলার জন্য। উৎসবে সেরা দুই চলচ্চিত্রেই শীর্ষ চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।

পাম ডি’অর বিজয়ীয় নাম ঘোষণার মাধ্যমে পর্দা নামে ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরার কান শহরে আয়োজিত হওয়া টানা ১২ দিনের জমকালো আসরের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিসরুম ভাঙচুর

বিশ্ব চলচ্চিত্রের কান উৎসবে স্বর্ণপাম জিতলেন জাস্টিন ত্রিয়েত।

আপডেট সময় : ১০:৫৬:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

বিশ্ব চলচ্চিত্রের তীর্থভূমি হিসেবে পরিচিত কানে শনিবার সন্ধ্যায় পর্দা নামে এবারের উৎসবের। এবার ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি পাম ডি’অর জিতেছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত। ফরাসি থ্রিলার অ্যানাটমি অব আ ফল চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পান ত্রিয়েত।

এর মধ্য দিয়ে কানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে স্বর্ণপাম পেলেন ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েত। একটি হত্যা রহস্য নিয়ে আদালত কক্ষের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে নির্মিত চলচ্চিত্র অ্যানাটমি অব আ ফল। এবারের আসরে ২১টি চলচ্চিত্র পরিচালকের মধ্যে ৭ জনই ছিলেন নারী।

ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই পুরস্কার পাওয়ার পর। এই পাম ডি’অর আমার জন্য অনেক কিছু। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এটা আমার জন্য এবং আমার পুরো টিমের জন্য অনেক বড় পুরস্কার।

কান উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যঁ প্রি জিতেছে ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জোনাথন গ্লেজারের, দ্য জোন অব ইন্টারেস্ট। উইম ওয়েন্ডারে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো। আর সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন তুর্কি তারকা মারভে দিজদার।

এছাড়া পুরস্কৃত করা হয়েছে অন্যান্য বিভাগের বিজয়ীদের। তবে এবারের কান উৎসব বাড়তি গুরুত্ব বহন করছে জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলার জন্য। উৎসবে সেরা দুই চলচ্চিত্রেই শীর্ষ চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।

পাম ডি’অর বিজয়ীয় নাম ঘোষণার মাধ্যমে পর্দা নামে ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরার কান শহরে আয়োজিত হওয়া টানা ১২ দিনের জমকালো আসরের।