বলিউড অভিনেতাদের নগ্ন দেখতে চান সানিয়া মির্জা!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডের কোন অভিনেতার শার্টলেস থাকা উচিত?’ এই প্রশ্নটির জন্যই যেন অপেক্ষা করছিলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। তাই দুষ্টু হেসে তিনি বললেন, ‘কারও শার্ট পরা উচিত নয়। প্রত্যেকেরই উচিত শার্ট খুলে রাখা। ’

এই কথা বলেই হেসে গড়িয়ে পড়লেন সানিয়া মির্জা। সম্প্রতি করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর পঞ্চম সিজন রীতিমতো মাতিয়ে দিয়ে গেলেন তিনি। আর টেনিস তারকাকে যোগ্য সঙ্গ দিলেন পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খান। শো-য়ে ফারহা সরব হয়েছেন অভিনেতা রণবীর সিং এবং রণবীর কাপুরের যৌনজীবন নিয়ে।

ফারহাকে করণের প্রশ্ন, ‘যদি আপনার কোনো বান্ধবী রণবীর সিংয়ের সঙ্গে ডেটে যান, তবে তাকে কী পরামর্শ দেবেন?’ ফারহার চটজলদি উত্তর, ‘বলব বড় এক বাক্স কনডম নিয়ে যেতে। ’ করণের আবার প্রশ্ন, ‘ব্যক্তিটি যদি রণবীর কাপুর হন?’ এর উত্তরে ফারহা যা বললেন, তা শুনলে লজ্জা লাগবে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর ফারহা এবং সানিয়ার এপিসোডের যে টিজার মুক্তি পেয়েছে, তাতেই এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে ফারহা এবং সানিয়াকে। টিজারেই রীতিমতো ঝড় তুলেছেন এই দুই সুন্দরী। শো দেখার অপেক্ষায় এখন প্রহর গুণছেন অনুরাগীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বলিউড অভিনেতাদের নগ্ন দেখতে চান সানিয়া মির্জা!

আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডের কোন অভিনেতার শার্টলেস থাকা উচিত?’ এই প্রশ্নটির জন্যই যেন অপেক্ষা করছিলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। তাই দুষ্টু হেসে তিনি বললেন, ‘কারও শার্ট পরা উচিত নয়। প্রত্যেকেরই উচিত শার্ট খুলে রাখা। ’

এই কথা বলেই হেসে গড়িয়ে পড়লেন সানিয়া মির্জা। সম্প্রতি করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর পঞ্চম সিজন রীতিমতো মাতিয়ে দিয়ে গেলেন তিনি। আর টেনিস তারকাকে যোগ্য সঙ্গ দিলেন পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খান। শো-য়ে ফারহা সরব হয়েছেন অভিনেতা রণবীর সিং এবং রণবীর কাপুরের যৌনজীবন নিয়ে।

ফারহাকে করণের প্রশ্ন, ‘যদি আপনার কোনো বান্ধবী রণবীর সিংয়ের সঙ্গে ডেটে যান, তবে তাকে কী পরামর্শ দেবেন?’ ফারহার চটজলদি উত্তর, ‘বলব বড় এক বাক্স কনডম নিয়ে যেতে। ’ করণের আবার প্রশ্ন, ‘ব্যক্তিটি যদি রণবীর কাপুর হন?’ এর উত্তরে ফারহা যা বললেন, তা শুনলে লজ্জা লাগবে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর ফারহা এবং সানিয়ার এপিসোডের যে টিজার মুক্তি পেয়েছে, তাতেই এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে ফারহা এবং সানিয়াকে। টিজারেই রীতিমতো ঝড় তুলেছেন এই দুই সুন্দরী। শো দেখার অপেক্ষায় এখন প্রহর গুণছেন অনুরাগীরা।