যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বুধবার একটি আতশবাজির গুদাম বিস্ফোরণে সাত জন নিখোঁজ রয়েছে। দুই জন আহত হওয়ার খবরের একদিন পর কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
ক্যালিফোর্নিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের উত্তরাঞ্চলের এসপার্টো শহরে অবস্থিত একটি আতশবাজির গুদামে আগুন লাগার পর এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ক্যালিফোর্নিয়ার রাজ্য অগ্নিনির্বাপণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় এখনও সাত জনের সন্ধান পাওয়া যায়নি।’
বিবৃতিতে আরো বলা হয়, তদন্তকারীরা সম্পত্তির মালিকের সঙ্গে ওই ব্যক্তিদের অবস্থান নির্ধারণের জন্য নিরলসভাবে কাজ করছেন।
কর্তৃপক্ষের মতে, আহত দুই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে এবং এখন তারা বিপদমুক্ত।
তবে, নিরাপত্তাজনিত কারণে অগ্নিনির্বাপকরা এখনও গুদামে প্রবেশ করতে পারেনি। কারণ ভিতরে রাখা আতশবাজি এখনও বিস্ফোরিত হতে পারে।
এসপার্টো ফায়ার চিফ কার্টিস লরেন্স পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ’ বলে অভিহিত করেছেন।
কর্তৃপক্ষের সতর্ক ও ধীর পদক্ষেপ ভুক্তভোগীদের কিছু আত্মীয়কে ক্ষুব্ধ করেছে।
একজন মহিলা সংবাদ সম্মেলনে বাধা দেন এবং অভিযোগ করেন যে, তার প্রেমিক ও নিখোঁজদের মধ্যে থাকা দুই আত্মীয় সম্পর্কে তার কাছে কোনও তথ্য নেই।
তিনি আরো বলেন, ‘আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন না করায়, সম্ভবত এসব মানুষ তাদের জীবন হারিয়েছে।’
দুর্ঘটনার পর, আশেপাশের বেশ কয়েকটি শহর থেকে ঘোষণা করা হয় যে, ৪ জুলাই শুক্রবার, আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পূর্বনির্ধারিত আতশবাজি প্রদর্শন বাতিল করতে হবে।